এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] রোববার দুপুর ১২টার দিকে তারা সিএমএম আদালতের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় তারা এলোপাথাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে।
[৩] এর আগে বেলা ১১টার দিকে লাঠি হাতে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেন একদল যুবক। তারা ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকে ইটপাটকেল নিক্ষেপ করেন।
[৪] পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। এসময় তারা একটি পুলিশের গাড়ি ভাঙচুর করে ও আগুন দেয়।
[৫] এদিন চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরাপত্তার কারণে রোববার ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে কোনও আসামিকে আদালতে আনা হয়নি।
[৬] এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ মো. সাদিক ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জ মুরাদ হোসেন ‘আমাদের নতুন সময়’কে জানান কাশিমপুর কারাগার থেকে ঢাকার আদালতে আসামি বহনকারী কোনও প্রিজন ভ্যান আসেনি। ঢাকার কেরানীগঞ্জ থেকেও কোনও হাজতি আসামিকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। সম্পাদনা: সমর চক্রবর্তী
প্রতিনিধি/এসসি/এনএইচ
আপনার মতামত লিখুন :