শিরোনাম
◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ◈ তিন দাবিতে এনসিপির নতুন কর্মসূচি

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে রিট খারিজ

পুলিশকে আইন মেনে কাজ প্রতিরোধ করতে হবে: হাইকোর্ট

আদালত প্রতিবেদক: [২] যে কোনো শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে। আইনের বাইরে পুলিশের বল প্রয়োগ করার সুযোগ নেই বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

[৩] কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঘটে তাতে শিক্ষার্থীসহ অনেকে নিহত হন। এসব ঘটনা বিবেচনা করে হাইকোর্টের দুজন আইনজীবী রিট দায়ের করেন। 

[৪] আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চাওয়া হয় রিটে। একইসঙ্গে ডিবির হাতে আটক ৬ শিক্ষার্থীকে মুক্তির দেয়ার বিষয়টি আবেদনে বলা হয়। 

[৫] রিটের ওপর কয়েক কার্যদিবস শুনানি শেষে রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি না করার রিট খারিজ করে দেন। একসঙ্গেই পুলিশের উদ্দেশে কিছু পর্যবেক্ষণ দেয়া হয়। হাইকোর্ট বলেন, পুলিশ তাদের আইন মেনে যেকোনো রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পদক্ষেপ নিতে পারবেন। পরে অ্যাটর্নি জেনারেল বলেন, রিটকারিরা রাজনৈতিক উদ্দেশে রিট করেছেন।

[৬] রিট খারিজ হলেও জনসাধারণের জন্য পুলিশের উদ্দেশে দেয়া উচ্চ আদালতের দেয়া বার্তা স্বস্তিদায়ক বলছেন রিটকারি আইনজীবীরীরা। তবে কোটা আন্দোলনের ছয় সমন্বয়কারীকে ছেড়ে দেয়ায় তাদের বিষয়ে কোনো আদেশ দেয়া হয়নি। সম্পাদনা: এম খান

আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়