শিরোনাম

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৫:০৮ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিন দ্বীপবাসিদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সুজন কৈরী: [২] শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে। 

[৩] সাম্প্রতিক সময় বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিন এ খাদ্য সামগ্রী পরিবহন কিছুটা দুরূহ হওয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী সেন্টমার্টিন্স এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। 

[৪] সেন্টমার্টিন দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দ্বীপবাসিদের মাঝে ২ দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে কোস্ট গার্ড। এই কর্মসূচির আওতায় শুক্রবারে দ্বীপবাসিদের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী।

[৫] তিনি আরও বলেন, ত্রাণ বিতরণ কার্যক্রমে অধিনায়ক বিসিজিএস মনসুর আলী কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম ও স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লে. কমান্ডার মো. মিজানুল হক ইমরানসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় একহাজার পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়