শিরোনাম
◈ অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড ভারতের মাথা ব্যথার কারণ  ◈ দিল্লিতে অবৈধ ১৭৫ বাংলাদেশিকে চিহ্নিত করলো পুলিশ, শহরজুড়ে তল্লাশি ◈ ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়কে অপ্রত্যাশিত বলছেন আলাউদ্দিন বাবু ◈ দীর্ঘ বছর ক্রিকেট খেলার পর আমাদের একটা স্টেজে আসা উচিত: কোচ সালাহউদ্দিন ◈ বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা (ভিডিও) ◈ বিশেষ বিধান জারি বাংলাদেশ ব্যাংকের ◈ ২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ◈ ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশে তেলবাজি সাংবাদিক: মতিউর রহমান চৌধুরী (ভিডিও) ◈ আওয়ামী লীগের ‘সাধারণ’ নেতাকর্মীকে ক্ষমার পক্ষে নুর (ভিডিও) ◈ ‘আমরা এসব মিথ্যা খবর ও আপনাকে কমেডি মনে করি’ (ভিডিও)

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৮:২২ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিপিপি’র আওতায় হচ্ছে না খানপুর আইসিটি টার্মিনাল  

বৈদ্যুতিক খুঁটি ক্রয়সহ ক্রয় কমিটিতে ১১ প্রস্তাব অনুমোদন 

সোহেল রহমান: [২] পৃথক তিনটি প্রস্তাবে ৭২ হাজার ৮৯৭টি বৈদ্যুতিক খুঁটি (এসপিসি পোল) ক্রয়সহ ১১টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৫৩ কোটি ২৭ লাখ টাকা।  

[৩] বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

[৪] বৈঠক সূত্রে জানা যায়, খুলনা বিভাগে বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বাড়াতে পৃথক তিনটি প্রস্তাবে তিনটি লটে ৭২ হাজার ৮৯৭টি বৈদ্যুতিক খুঁটি কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে লট-১ এর আওতায় ২৪ হাজার ৩০০টি পোল সরবরাহ করবে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড। এতে ব্যয় হবে ৭৬ কোটি ৬৮ লাখ টাকা। 

[৫] লট-২ এর আওতায় ২৪ হাজার ৩০০টি পোল সরবরাহ করবে চরকা এসপিসি পোলস লিমিটেড-এর সঙ্গে যৌথভাবে দাদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, টিএসসিও পাওয়ার লিমিটেড ও পাশা পোল্স লিমিটেড। এতে ব্যয় হবে ৭৬ কোটি ৬৫ লাখ টাকা। 

[৬] লট-৩-এর আওতায় ২৪ হাজার ২৯৭টি পোল সরবরাহ করবে পোলস অ্যান্ড কনক্রিট লিমিটেড-এর সঙ্গে যৌথভাবে কনটেক কন্সট্রাকশন লিমিটেড, রয়্যাল গ্রিণ প্রোডাক্টস লিমিটেড ও শেলটেক টেকনোলজি। এতে ব্যয় হব্যে ৭৬ কোটি ৬১ লাখ ৫৬ হাজার টাকা। 

[৬] সূত্র জানায়, বৈঠকে  ‘ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ’ (ইডিজিই) প্রকল্পের ‘সাপ্লাই, ইন্সটলেশন অ্যান্ড কমিশনিং ফর এক্সপানশন অব দ্য ক্লাউড প্ল্যাটফর্ম ইন দ্য ন্যাশনাল ডেটা সেন্টার এট বিসিসি’ (প্যাকেজ নং-ইডিজিই-জিআইএ)-এর ‘সাপ্লাই, ইন্সটলেশন অ্যান্ড কমিশনিং অব এক্সপানশন অব এক্সিজিসটিং নিউটেনিক্স প্রাইভেট ক্লাউড প্ল্যাটফর্ম ইন দ্য ন্যাশনাল ডেটা সেন্টার এট বিসিসি’ শীর্ষক প্যাকেজের দুটি লটের কাজ সম্পাদনে দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।  

[৭] এর মধ্যে লট-১-এর কাজটি পেয়েছে ঢাকার ‘থাকরাল ইনফরমেশন সিস্টেম প্রাইভেট লিমিটেড’। এতে ব্যয় হবে ৫১ কোটি ৬৮ লাখ টাকা  

[৮] লট-২-এর কাজটি পেয়েছে যৌথভাবে ঢাকার ইএসএল-ইউসিসিএল। এতে ব্যয় হবে ৫১ কোটি ৬৩ হাজার ৮৬ হাজার টাকা।  

[৯] সূত্র জানায়, বৈঠকে সার আমদানির তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরব-এর মা’এডেন থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর জন্য ৮ম লটে ৪০ হাজার মোট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ৫৫০ ডলার হিসাবে এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ২৫৯ কোটি ৬০ লাখ টাকা।  

[১০] রাষ্ট্রীয় চুক্তির আওতায় সংযুক্ত আরব আরব আমিরাত-এর ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ১০ লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ৩৪৩.১৭ ডলার হিসাবে এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ১২১ কোটি ৪৮ লাখ টাকা। 

[১১] এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ১ম লটে ৩০ হাজার মেট্রিক টন  ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার কেনা হবে।  প্রতি মেট্রিক টন ৩৩০.৫০ ডলার হিসাবে এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ১১৬ কোটি ৯৯ লাখ টাকা।

[১২] সূত্র জানায়, বৈঠকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর জন্য ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রতি মেট্রিক টন ৫৭০ ডলার হিসাবে এতে ব্যয় হবে ৬৬ কোটি ৬৯ লাখ টাকা। 

[১৩] সূত্র জানায়,  বৈঠকে বাপবিবো কর্তৃক বাস্তবায়নাধীন সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ (২য় সংশোধিত) প্রকল্পের একটি প্যাকেজ কাজের আওতায় ডিজাইন, সাপ্লাই, ইনস্টলেশন ও কমিশনিং-এর ভিত্তিতে ৭০৫টি সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প গ্রিড ইন্টিগ্রেশন কাজের ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। এ কাজটি পেয়েছে যৌথভাবে সিলিকন ও জেডটিটি। এতে ব্যয় হবে ৫৪ কোটি ৬৪ লাখ টাকা। 

[১৪] সূত্র জানায়, এছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এগুলো হচ্ছেÑ খানপুর ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল (আইসিটি) নির্মাণ প্রকল্পটি পিপিপি তালিকা থেকে প্রত্যাহার; সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন সংক্রান্ত প্রতিবেদন এবং জি-টু-জি-এর আওতায় চলতি অর্থবছরে সংযুক্ত আরব আরব আমিরাত-এর ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ইউরিয়া সার আমদানির চুক্তির নীতিগত অনুমোদন। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়