শিরোনাম
◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৪:০৯ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

ফাইল ছবি

শাহীন খন্দকার: [২] কোটা সংস্কার আন্দোলন চলাকালে নরসিংদীতে গুলিবিদ্ধ হওয়া আব্দুর রহমান (৪৪) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পিঠে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি।

[৩] বুধবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ’তে) তার মৃত্যু হয়।

[৪] হাসপাতালে নিহতের শ্যালক মো. হুমায়ুন কবির জানান, আব্দুর রহমানের বাড়ি নরসিংদীর সদর উপজেলার দক্ষিণ চৌয়া  গ্রামে। ১ ছেলে ও ৩ মেয়ের জনক তিনি।  গ্রামে কৃষি কাজ করতেন তিনি।

[৫] মো. হুমায়ুন কবির আরও জানান, গত ২০ জুলাই শনিবার বেলা সাড়ে ৩টার দিকে নরসিংদির পাঁচদোনা বাজারে যাচ্ছিলেন আব্দুর রহমান। বাজারে পৌঁছানোর আগে পাঁচদোনা মোড়ে রাস্তা পার হওয়ার সময় তার পিঠে একটি গুলি লাগে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে যান।

[৬] এই খবর পেয়ে ওইদিনই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ভর্তি করা হয় আইসিইউতে। আব্দুর রহমান কোন আন্দোলনে ছিলেন না। বাজারে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন বলেও ফের নিশ্চিত করেন নিহতের শ্যালক।

[৭] চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ওই ব্যক্তি পিঠে গুলিবিদ্ধ হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়