মারুফ হাসান: [২] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ডিবি হেফাজতে থেকে আন্দোলন প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছেন, তার নিন্দা জানিয়েছেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের। রোববার রাত পৌনে ১২টার দিকে তার পক্ষ থেকে একটি বিবৃতি গণমাধ্যমে পাঠান অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
[৩] প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব।’ সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আপনার মতামত লিখুন :