শিরোনাম

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ০৫:৪৩ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢামেকে ভর্তি গুরুতর আহতদের রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী বিতরণ

সুজন কৈরী: [২] কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা মেডিকেলে ভর্তি গুরুতর আহতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 

[৩] রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী। এসময় কবীর চৌধুরী অর্ধশতাধিক মানুষের মাঝে পথ্য হিসেবে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করেন। 

[৪] হাসপাতাল পরিদর্শনে গিয়ে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন ডা. কবীর চৌধুরী। সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, কোটা সংস্কারকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় শ্রমজীবী সাধারণ মানুষ শারীরিক ও অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের পাশে থাকতে এবং তাদের মনোবল ফিরিয়ে আনতে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতা অব্যাহত থাকবে।

[৫] বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক এই উদ্যোগকে সাদরে গ্রহণ করে সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

[৬] তিনি বলেন, রাজধানীর ও এর আশপাশ থেকে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে বর্তমানে ১৩৮ জন রোগী ভর্তি আছেন। এদের প্রায় সবাই রিকশাচালক, পোশাকশ্রমিক ও সাধারণ শ্রমজীবী মানুষ। পরিস্থিতির ভয়াবহতা বুঝে ওঠার আগেই তারা হামলার শিকার হন। বর্তমানে হাসপাতালের চিকিৎসকরা গুরুতর আহত এসব রোগীদের চিকিৎসাকেই প্রাধান্য দিচ্ছেন।

[৭] সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এস এম হুমায়ুন কবিরসহ সোসাইটির স্বেচ্ছাসেবকরা এসময় উপস্থিত ছিলেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়