আনিস তপন: [২] সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় ১৪৭ জন মারা গেছে। সহিংসতায় মৃত্যু নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম তথ্য উপাত্ত দিচ্ছে। আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে। হাসপাতাল সূত্রসহ বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।
[২] রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
[৩] কতজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্র কতজন এখনও বিস্তারিত জানা যায়নি। আরও যাচাই করে তথ্য জানানো হবে।
[৪] শিক্ষার্থীদের আটক প্রসঙ্গে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিল, সেটি তারা জানিয়েছিলেন। তাদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে।
[৫] তাদের গ্রেফতার করা হয়নি। নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছে। তাদের ঝুঁকিটা যদি মুক্ত হয় তাহলে ছেড়ে দিতে পারবো কি না, সেটি যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত তাহলে তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। সম্পাদনা: কামরুজ্জামান
এসবি২
আপনার মতামত লিখুন :