শিরোনাম
◈ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ: এবারও ডাক পায়নি জাপা ◈ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা, বেঁচে গেলেন অল্পের জন্য ◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪, ০৪:০২ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৪, ০৯:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাণিসম্পদ অফিসে অগ্নিসংযোগে জড়িতদের আইনের আওতায় আনা হবে: মন্ত্রী

শাহীন খন্দকার: [২] মৎস্য-প্রাণিসম্পদ অফিসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি বলেন, আমাদের কর্মকর্তা-কর্মচারীদের আর্তনাদেও নাশকতাকারীরা পাত্তা দেয়নি।

[৩] জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। বাংলা নিউজ ২৪

[৪] এ সময় তিনি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে চালানো তাণ্ডবে, সাভার-রংপুরের মৎস্য ও প্রাণিসম্পদ কার্যালয়ে আগুনসহ ক্ষয়ক্ষতি  বিষয়ে করণীয় সর্ম্পকে কথা বলেন। তিনি বলেন, গত কয়েক দিনের সহিংসতায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আমাদের সাভারের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অফিস ভেঙ্গে চুরমার করা হয়েছে।

[৫] ভবনে ও অফিসের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়েছে। মোট কথা সেখানে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। অসহায়ের মতো আমাদের কর্মকর্তা-কর্মচারীরা আর্তনাদ করেছে, ওরা (নাশকতাকারীরা) সেটা পাত্তা না দিয়ে অফিস পুড়িয়ে দিয়েছে। সূত্র শেয়ার বিজ

[৬] তবে ক্ষতির পরিমান নিরূপণ করা হয়নি। তবে খুব শিগগির আমরা জানতে পারবো। এ সময়ে তিনি আরও বলেন, আমাদের রংপুর অফিসও পুড়িয়ে দিয়েছে দুস্কৃতকারীরা। এসব নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আব্দুর রহমান বলেন, অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, সাভার-রংপুরের মৎস্য ও প্রাণীসম্পদ কার্যালয়ের নাশকতায় মামলা হয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: কামরুজ্জামান

এসকে/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়