শিরোনাম
◈ জনশূন্য পেঙ্গুইনের দ্বীপেও শুল্ক বসালেন ট্রাম্প! ◈ দুই হাতে বোলিং করে উইকেট নিয়ে আইপিএলে রেকর্ড শ্রীলঙ্কান অলরাউন্ডারের ◈ ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে রাশিয়া ◈ থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা ◈ যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধান উপদেষ্টা  ◈ সৌদি আরবের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন ১২ রেমিট্যান্স যোদ্ধা ◈ বছরে এক লাখের বেশি শিশুর মৃত্যু বাংলাদেশে ◈ বিশ্ব শেয়ারবাজারে ধস, ডলারের দরপতন ◈ রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করা ময়মনসিংহের ইয়াসিন মারা গেলেন ◈ এনসিপি প্রয়োজনে জোট করবে: আখতার হোসেন 

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪, ০৪:০২ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাণিসম্পদ অফিসে অগ্নিসংযোগে জড়িতদের আইনের আওতায় আনা হবে: মন্ত্রী

শাহীন খন্দকার: [২] মৎস্য-প্রাণিসম্পদ অফিসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি বলেন, আমাদের কর্মকর্তা-কর্মচারীদের আর্তনাদেও নাশকতাকারীরা পাত্তা দেয়নি।

[৩] জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। বাংলা নিউজ ২৪

[৪] এ সময় তিনি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে চালানো তাণ্ডবে, সাভার-রংপুরের মৎস্য ও প্রাণিসম্পদ কার্যালয়ে আগুনসহ ক্ষয়ক্ষতি  বিষয়ে করণীয় সর্ম্পকে কথা বলেন। তিনি বলেন, গত কয়েক দিনের সহিংসতায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আমাদের সাভারের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অফিস ভেঙ্গে চুরমার করা হয়েছে।

[৫] ভবনে ও অফিসের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়েছে। মোট কথা সেখানে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। অসহায়ের মতো আমাদের কর্মকর্তা-কর্মচারীরা আর্তনাদ করেছে, ওরা (নাশকতাকারীরা) সেটা পাত্তা না দিয়ে অফিস পুড়িয়ে দিয়েছে। সূত্র শেয়ার বিজ

[৬] তবে ক্ষতির পরিমান নিরূপণ করা হয়নি। তবে খুব শিগগির আমরা জানতে পারবো। এ সময়ে তিনি আরও বলেন, আমাদের রংপুর অফিসও পুড়িয়ে দিয়েছে দুস্কৃতকারীরা। এসব নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আব্দুর রহমান বলেন, অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, সাভার-রংপুরের মৎস্য ও প্রাণীসম্পদ কার্যালয়ের নাশকতায় মামলা হয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: কামরুজ্জামান

এসকে/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়