শিরোনাম

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৮:২৮ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের চলমান নাশকতায় শিক্ষার্থীরা জড়িত নয়: ডিআইজি

মুযনিবীন নাইম: [২] ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় কোনো শিক্ষার্থীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

[৩] বৃহস্পতিবার সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

[৪] সৈয়দ নুরুল ইসলাম জানান,পরিকল্পিতভাবে কয়েকটি জেলায় তাণ্ডব চালানো হয়েছে। তাণ্ডবকারীদের লক্ষ্য ছিল সরকারের পতন ঘটানো। প্রকৃতপক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনকে হাইজ্যাক করে এই নাশকতা চালানো হয়েছে।

[৫] বিগত কয়েকদিনের সহিংসতা ও নাশকতার ঘটনায় সাভারে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স, পুড়িয়ে দেওয়া সরকারি পশু হাসপাতাল, যানবাহন, মার্কেট ও গোয়েন্দা কার্যালয় পরিদর্শন করে ডিআইজি জানান, যারা নাশকতা চালিয়েছে, তারা বিদ্রোহ করে সরকারের পতন ঘটাতে চেয়েছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

[৬] সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান, মারুফ হোসেন সরদার, মাশরুফুর রহমান খালেদ, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী প্রমুখ। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়