শিরোনাম

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ০৫:১৮ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা আমানসহ ১৭৩ জন কারাগারে

এম এ লতিফ: [২] সোমবার রাজধানীর সেতু ভবনে হামলার অভিযোগে বনানী থানায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেকমন্ত্রী আমানউল্লাহ আমানকে বুধবার আদালতে হাজির করা হয়। 

[৩] তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আমানের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন, উভয় আবেদনই নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৪] এদিন কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ও বিএনপি-জামায়াতের মোট ১৭৩ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে যাওয়া আসামিদের মধ্যে যাত্রাবাড়ী থানার ৯২, কদমতলী থানার ৪০, মিরপুর থানার ২০, বনানী থানার ৭, ধানমন্ডি থানার ৬, গুলশান ৫ ও শেরেবাংলা থানার ৩ জন রয়েছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়