শিরোনাম
◈ পরামর্শ ইতিবাচকভাবে নিয়েছে সরকার: বৈঠক শেষে গণফোরাম ◈ আওয়ামী লীগ সমর্থকদের প্রেসক্লাবের সামনে মারধর ◈ পলাতক পুলিশ সদস্যরা এখন ‘সন্ত্রাসী’ বিবেচিত হবে, দেখামাত্রই গ্রেফতার : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দুই মাসে দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক (ভিডিও) ◈ প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক বসাবো : উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ: এবারও ডাক পায়নি জাপা ◈ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা, বেঁচে গেলেন অল্পের জন্য ◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৪, ০৩:৫২ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ফিরছেন কক্সবাজারে আটকেপড়া ১০ হাজার পর্যটক

সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে ঢাকায় ফিরছেন কক্সবাজারে আটকে পড়া পর্যটকরা। মঙ্গলবার সকালে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ. মনজুর মোর্শেদ বলেছেন, কক্সবাজার থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে সকালে মোট ৬৮টি বাসে করে পর্যটকেরা ঢাকায় ফিরতে শুরু করেছেন। কক্সবাজার ছাড়ছেন আটকেপড়া ১০ হাজার পর্যটক। সূত্র : সময়টিভি, বিবিসি বাংলা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে ছড়িয়ে পড়া সংঘাত-সহিংসতার কারণে পর্যটন নগরী কক্সবাজারে গিয়ে আটকে পড়েছিলেন প্রায় ১০ হাজার পর্যটক।

জানা গেছে, কক্সবাজারে ভ্রমণে এসে চলমান কারফিউয়ের কারণে কেউ পাঁচদিন, আবার কেউ সাতদিন আটকা পড়েছেন। তাদের গন্তব্যে ফেরাতে এগিয়ে এসেছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী। তাদের সারিবদ্ধভাবে শৃঙ্খলার মধ্যে যাচাই-বাছাই করে বাসে তোলা হয়। এরপরই তারা রওয়ানা হন ঢাকার উদ্দেশ্যে।

ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মি. মোর্শেদ বলেছেন, মঙ্গলবার কক্সবাজার থেকে ছেড়ে আসা একেকটি বাসে আনুমানিক ৪০ থেকে ৫০ জন করে যাত্রী রয়েছেন। দিনের আলো থাকতে থাকতে তাদেরকে ঢাকায় পৌঁছে দেবে সেনাবাহিনী," তিনি বলেন।

তিনি জানিয়েছেন, এখনও পাঁচ শতাধিক পর্যটক কক্সবাজারে আটকে আছেন। তাদেরকেও পর্যায়ক্রমে তাদের গন্তব্যে পাঠানো হবে। "তবে কেউ যদি চান, তবে তিনি কারফিউ জারি থাকা অবস্থায় নিজস্ব ব্যবস্থাপনায়ও ঢাকায় ফিরতে পারবেন" জানিয়েছেন মি. মোর্শেদ।

“সেক্ষেত্রে তার কাছে অবশ্যই কারফিউ পাস থাকতে হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়