শিরোনাম

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৪, ০২:০৭ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেড় শতাধিক মামলায় প্রায় হাজারের বেশি গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে এর মধ্যে শুধু ঢাকাতেই ৩০টিই মামলায় ৫১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র : বিবিসি বাংলা

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন স্থানে সহিংসতা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেড়শোর বেশি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতারের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ এবং র‍্যাব।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদৌস নিশ্চিত করেছেন গত তিন দিনে সারাদেশে ১২৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এর মধ্যে কেবল সোমবারই ৪৭ জনকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

গ্রেফতারকৃতদের একটা বড় অংশই বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। তৃণমূল পর্যায়ের কর্মীদের পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতাদেরও গ্রেফতার করা হচ্ছে।

ইতোমধ্যেই গ্রেফতার হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জহিরউদ্দীন স্বপন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী সহ অনেকে।

নেতা-কর্মীদের এভাবে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।হেনস্থা করার জন্যই কাল্পনিক অভিযোগ তুলে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়