শিরোনাম

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৪, ০৬:১৫ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাধারণ ছুটি আরো একদিন বাড়লো

কোটা আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত দুইদিন ধরে বাংলাদেশে যে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল, সেটি আরো একদিন বাড়ানো হয়েছে। ফলে নির্বাহী আদেশে মঙ্গলবারও  (২৩ জুলাই)  সাধারণ ছুটি থাকবে। সূত্র : বিবিসি বাংলা, সময়টিভি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিক এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে কারফিউ জারির পর এক ঘোষণায় রোববার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। সহিংসতা ও কারফিউর কারণে গত কয়েকদিন ধরে সারা দেশে ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক থেকে শুরু করে সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সোমবার জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশে কারফিউ অব্যাহত থাকলে সাধারণ ছুটি আরও বাড়ানো হবে।
 
এদিকে, সরকারি চাকরির কোটা ব্যবস্থা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এখন থেকে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। পাঁচ শতাংশ থাকবে মুক্তিযোদ্ধা কোটা।
 
বাকি দুই শতাংশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়োগ দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়