শিরোনাম
◈ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ◈ চুয়াত্তরের দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কাঁদলেন ড. ইউনূস (ভিডিও) ◈ ভাইরাল হওয়া নবাব শেখের সেই 'চলমান-খাট' নিয়ে গেছে পুলিশ! ভিডিও ◈ ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জন নিহত ◈ ইসরায়েলের পতাকা হাতে নিয়ে মিছিল করায় পশ্চিমবঙ্গে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা! ◈ ‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদী সেই ২ প্রকৌশলী বরখাস্ত (ভিডিও) ◈ নির্বাচন ও সংস্কার নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আবারও সাক্ষাৎ করার সিদ্ধান্ত বিএনপির ◈ ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৭২ জন গ্রেপ্তার: প্রেস সচিব ◈ রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দি‌লো আর্সেনাল ◈ ড. ইউনূসের সাথে পিটার হাসের সাক্ষাৎ

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৪, ০৪:২৪ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকারীদের ৮ দাবি, যা বললেন আইনমন্ত্রী ( ভিডিও )

সরকারের সঙ্গে আলোচনার দ্বার খুলতে আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর কাছে ৮ দফা দাবি পেশ করেছেন কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কারী।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুক্রবার (১৯ জুলাই) মধ্যরাতে আলোচনা শেষে গণমাধ্যমে কথা বলেন তারা। শিক্ষার্থীদের দাবির বিষয়ে দ্রুত যৌক্তিক সমাধানের আশাবাদ জানান আইনমন্ত্রী আনিসুল হক। সূত্র : সময়টিভি

 শিক্ষার্থীরা বলছেন, তাদের ৮ দফা দাবি মেনে নেয়া হলেই কেবল তাদের যে এক দফা দাবি, সেটি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার টেবিলে তারা বসতে রাজি আছেন।

আন্দোলনের সমন্বয়কারীরা সাংবাদিকদের বলেন, সারা দেশের প্রতি আমাদের যে বার্তা রয়েছে, তা স্পষ্ট করা উচিত। আমরা শুধু আমাদের দাবিগুলো পৌঁছে দেয়ার জন্য এখানে এসেছি। অর্থাৎ, আলোচনার জন্য বন্ধ হয়ে যাওয়া দ্বারটি উন্মোচন করার জন্য কী কী পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে, সেটি স্পষ্ট করার জন্য এখানে এসে দাবি পেশ করেছি।
 
তারা বলেন, তদন্ত সাপেক্ষে আইনশৃঙ্খলা বাহিনীসহ দায়ী ব্যক্তিরা যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। তাদেরকে গ্রেফতার ও দ্রুত সময়ে বিচার করতে হবে। ছাত্রলীগকে উসকে দেয়ার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করতে হবে। আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক, আইনি বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে।
 
আইনমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা কোটার যে পরিমাণের কথা বলেছেন, সেটা আমরা দেখেছি। সেই বিষয়ে যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়