শিরোনাম
◈ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ: এবারও ডাক পায়নি জাপা ◈ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা, বেঁচে গেলেন অল্পের জন্য ◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৪, ০৪:১৩ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনই কারফিউ তুলে নেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

এখনই কারফিউ তুলে নেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুই এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সোমবার (২২ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। সূত্র : সময়টিভি 

রোববার (২১ জুলাই) রাতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী জানান, শিক্ষার্থীদের দাবি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। পর্যালোচনা করে যৌক্তিক দাবিগুলো মেনে নেয়া হবে।

চলমান পরিস্থিতিতে শুক্রবার (১৯ জুলাই) রাত ১২টা থেকে সারা দেশে চলছে কারফিউ। বেসামরিক বাহিনীর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী।
 
রোববার রাতে পরিস্থিতি পর্যালোচনা করতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় ঘণ্টা দুয়েক বৈঠক শেষে মন্ত্রী জানান, দুয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তবে তোলা হচ্ছে না কারফিউ।
 
এ ছাড়া ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর জেলার কারফিউর নির্দেশনা জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যান্য জেলায় আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসক পরিস্থিতি বিবেচনায় আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
 
ইন্টারনেট সেবা দ্রুত চালুর চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পর্যালোচনার পর শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়া হবে।
 
আন্দোলনে শুধু সাধারণ শিক্ষার্থী নয়, আরও কিছু দুষ্টচক্র আছে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, স্বাধীনতা বিরোধীরা সক্রিয় হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়