দুর্যোগ ভবনে সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগ পরিকল্পিত ছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
রোববার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রবিরোধী একটা চক্র পরিকল্পিতভাবে এ ভবনে আক্রমণ করেছে। দুর্বৃত্তরা এতে ঢুকে প্রকাশ্যে সব ধ্বংস করে দিয়েছে।’
মহিববুর রহমান জানান, ‘দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে ৫৩টি গাড়ি, উচ্চ ক্ষমতাসম্পন্ন সাবস্টেশন এবং অফিসের ভেতরে থাকা কম্পিটার ও ল্যাপটপসহ অসংখ্য জিনিসপত্র।’
এ ঘটনায় ৫০০ থেকে এক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।
উদ্ভূত পরিস্থিতিতে নিকটবর্তী দুর্যোগ মোকবিলায় জটিলতা সৃষ্টি হতে পারে উল্লেখ করে মহিবুর রহমান বলেন, ‘সব চক্রান্ত মোকাবিলা করে দুর্যোগকবলিত মানুষের জন্য কাজ করবে তার মন্ত্রণালয়।’
আপনার মতামত লিখুন :