শিরোনাম
◈ আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি: ড. ইউনূসকে নরেন্দ্র মোদি ◈ 'মায়ের কবরের পাশে শপথ করলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব' ◈ মার্কিন শুল্ক ইস্যু: সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ শরীয়তপুরে জাজিরায় তুমুল সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ ◈ টানা তিন হারে হোয়াইটওয়াশ পাকিস্তান! ◈ ৫০ বিলিয়নিয়ারের মধ্যে ২৭ জন যুক্তরাষ্ট্রের, নেই বাংলাদেশের আজিজ খান, এক নজরে বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা ◈ ঈদ ছুটিতে ৮ দিন পর চালু হলো বেনাপোল-পেট্রাপোল বন্দর ◈ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ৪০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্প হুমকির মুখে ◈ হোয়াইট হাউস থেকে বরখাস্ত একাধিক শীর্ষ কর্মকর্তা, ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন লরা লুমার! ◈ বাংলাদেশ-ভারত পুরানো বন্ধুত্বের কতটা নবায়ন হলো দুই নেতার বৈঠকে?

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৪, ১০:৫৯ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ ঘণ্টার জন্য শিথিলের পর বিকাল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য আবারও কারফিউ শুরু

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘর্ষ এবং তাণ্ডবের পর শুক্রবার (১৯ ‍জুলাই) রাত থেকে দেশে কারফিউ জারি করা হয়। এ ধারাবাহিকতায় রোববার (২১ জুলাই) বিকাল ৩টা পর্যন্ত কারফিউ চলছিল। ২ ঘণ্টার জন্য শিথিলের পর বিকাল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য আবারও কারফিউ শুরু হয়েছে। সূত্র : সময় টিভি

এরআগে, শনিবার (২০ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কারফিউ বিষয়ে এমন নির্দেশনার কথা জানিয়েছিলেন।

এদিকে নির্বাহী আদেশে দেয়া দুই দিনের ছুটিতে সোমবারও (২২ জুলাই) অফিস-আদালত বন্ধ থাকবে। সাধারণ ছুটির আওতায় সরকারি-বেসরকারি অফিস, গার্মেন্ট ও শিল্পকারখানা। এছাড়া ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠানও বন্ধের আওতায় থাকবে। তবে বন্দরগুলো কারফিউ শিথিল থাকা অবস্থায় খোলা থাকবে।

আর পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত রেল যোগাযোগও বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল কারফিউমুক্ত থাকবে।

এদিকে কোটা ইস্যুতে আপিল বিভাগের দেয়া রায়কে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায়ের পর এ প্রতিক্রিয়া জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী সারজিস আলম।
 
তিনি বলেন, ‘আপিল বিভাগের রায়কে শিক্ষার্থীরা ইতিবাচক হিসেবে দেখছেন। তবে নির্বাহী বিভাগের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে দেখছেন তারা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়