আজ রোববার ও আগামীকাল সোমবার সরকারি ছুটি ঘোষণা করায় অফিসগামী কোন মানুষজনকে রাস্তায় দেখা যায়নি।শনিবার নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করার কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সূত্র : বিবিসি বাংলা
মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বায়ত্তশাসিত, বেসরকারি পোশাক কারখানাসহ সব কলকারখানা বন্ধ থাকবে।
জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ কাজে সংশ্লিষ্ট নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।
রোববার ও সোমবার বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রোববার সারা দেশে পোশাক কারখানাও বন্ধ থাকবে বলে জানিয়েছে বিজিএমইএ, বিকেএমইএ।
আপনার মতামত লিখুন :