কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্ববিরোধিতা রয়েছে বলে রায়টি বাতিলের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এম আমিন উদ্দীন। সূত্র : বিবিসি বাংলা
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে শুনানিতে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
কোটার মতো সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে শুনানি উপলক্ষে আদালত প্রাঙ্গনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তিন প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি সেখানে সেনা সদস্যরাও পাহারা দিচ্ছেন।
আপনার মতামত লিখুন :