সুজন কৈরী: [২] ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দিনভর রাজধানীসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে আহত হয়েছেন তারা।
[৩] কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, বুধবার হাসপাতালে অনেকে এসেছেন, তার মধ্যে পাঁচজন ভর্তি রয়েছেন। আর বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় আহত হয়ে আমাদের পুলিশ সেন্টার হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন। তাদের কারো মাথা ফেটে গেছে, কারো হাত, পিঠ, অধিকাংশরাই এখানে শারীরিক ইনজুরি নিয়ে দীর্ঘদিন ভর্তি থাকার মতো অবস্থা নিয়ে এসেছেন। তবে একজনের অবস্থা অধিক গুরুতর ছিল।
[৪] সেই পুলিশ সদস্যের নাম উল্লেখ না করে তিনি বলেন, অবস্থা বুঝে তাকে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের কেউ নিহত হওয়ার তথ্য নেই।
[৫] তিনি আরও বলেন, উত্তরায় র্যাবের এক সদস্য গুরুতর আহত হয়েছেন বলে আমরা জেনেছি, তবে তাকে রাজারবাগ সেন্টার পুলিশ হাসপাতালে পাঠানো হয়নি। সম্পাদনা: সমর চক্রবর্তী
এসবি২
আপনার মতামত লিখুন :