খুররম জামান: [২] আদালতের সুরক্ষা ও বন্দি পরিবহনে নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কারা অধিদপ্তরের কাছে পাঁচটি বিশেষায়িত বন্দি পরিবহন যান হস্তান্তর করেছে।
[৩] ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, উদ্যোগটি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের কাউন্টার টেরোরিজম ব্যুরো (সিটি) এর অর্থায়নে এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেইনিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এর সহায়তায় করা হয়েছে।
[৪] বুধবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেড, আইজিপি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক, এবং সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান এনডিসি (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)। সম্পাদনা: সমর চক্রবর্তী
কেজে/এসসি/এনএইচ
আপনার মতামত লিখুন :