শিরোনাম
◈ টানা ৯ দিনের ছুটি শেষে সরকারি অফিস ব্যাংক বিমা আদালত খুলছে আজ ◈ ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা, ব্যাখ্যায় যা বলেছেন সারজিস আলম ◈ রোহিঙ্গা প্রত্যাবাসন, মিয়ানমারের সামরিক জান্তার নতুন কৌশল? ◈ শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫ ◈ হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ যেসব দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের ◈ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ◈ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদি নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: শফিকুল আলম ◈ মার্কিন শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই: খলিলুর রহমান ◈ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে : সালাউদ্দিন  ◈ প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন জানালেন বানিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০২:৩১ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনে নিহত তথ্যে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

খুররম জামান: [২] মঙ্গলবার (১৬ জুলাই)  পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সেহেলি সাবরিন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। তিনি লিখিত বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  ম্যাথু মিলারের প্রতিক্রিয়ায় আমরা অত্যন্ত হতাশ।

[৩] সেহেলি জানান, নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গতকাল ওয়াশিংটনে ২ ছাত্র নিহত হওয়া নিয়ে কথা বলেন। এমন ভিত্তিহীন অযাচাইকৃত তথ্য ব্যবহার করার দাবী সহিংসতা বাড়াতে পারে এবং বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে।

[৪] অহিংস প্রতিবাদ বা আন্দোলন করার জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ আমাদের মূল ভিত্তি গণতন্ত্র।  সরকার সেই অধিকার সমুন্নত রাখতে অবিচল থাকে।

[৫] গণতন্ত্র ও রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নাই। সম্প্রতি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের জীবন নিয়ে ভয়াবহ একটি হত্যা প্রচেষ্টার সাক্ষী  যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় শান্তিপূর্ণ সমাবেশে ডোনাল্ড ট্রাম্প এ ঘটনার স্বীকার হন। এ ঘটনায় আমরা গভীরভাবে ঘটনায় উদ্বিগ্ন। এই ধরনের সহিংসতা মূল মূল্যবোধের বিরুদ্ধে চলে। 

[৬] প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পৃথকভাবে হামলার নিন্দা করেছে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে ট্রাম্প নিরাপদ এবং সুস্থ হয়ে উঠছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে আমরা কাজ করতে অঙ্গীকারবদ্ধ। সম্পাদনা: কামরুজ্জামান

কে/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়