শিরোনাম

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু নিয়ন্ত্রণে পবা ও বারসিকের পরামর্শ

শাহীন খন্দকার: [২] প্রায় দুইযুগ আগে দেশে প্রথম ডেঙ্গুর প্রকোপ লক্ষ্য করা হয়। ২০২৩ সনে ডেঙ্গুর প্রকোপ অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যায়। বর্তমানে ডেঙ্গু এডিস মশা নিধণে কর্মপদ্ধতির ব্যর্থতা ও বিকল্প পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।

[৩] বিশেষজ্ঞরা বলেন, ২০১৮ সাল পর্যন্ত রাজধানীসহ বড় শহরে সীমাবদ্ধ থাকলেও ২০১৯ এ ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়ে। ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ অতীতের সকল রেকর্ড ভাঙে। অর্থাৎ মশা নিয়ন্ত্রণে দায়িত্বরত কর্তৃপক্ষের কোনো উদ্যোগই কাজে আসেনি।

[৪] চলতি বছর আবারও ২০২৩ এর পুনরাবৃত্তির সম্ভাবনা দেখা দিয়েছে। এ অবস্থায় এডিস মশা নিধনে বর্তমান কর্মপদ্ধতির কার্যকারিতার ব্যর্থতা তুলে ধরে বিকল্প পদ্ধতির নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

[৫] রবিবার (১৪ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা ও বারসিক) আয়োজিত ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ অনুসন্ধান ও করণীয় নির্ধারণ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ পরামর্শ দেন।

[৬] আজকের আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি শাখার সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, এডিস মশাকে ধোঁয়া ও মেডিসিন দিয়ে নিধন করার চিন্তা করলে হবে না। এডিস ও কিউলেক্স মশা এক নয়। এডিস মশা নিধনে সুপরিকল্পিতভাবে কাজ করতে হবে। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়