শিরোনাম
◈ টানা ৯ দিনের ছুটি শেষে সরকারি অফিস ব্যাংক বিমা আদালত খুলছে আজ ◈ ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা, ব্যাখ্যায় যা বলেছেন সারজিস আলম ◈ রোহিঙ্গা প্রত্যাবাসন, মিয়ানমারের সামরিক জান্তার নতুন কৌশল? ◈ শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫ ◈ হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ যেসব দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের ◈ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ◈ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদি নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: শফিকুল আলম ◈ মার্কিন শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই: খলিলুর রহমান ◈ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে : সালাউদ্দিন  ◈ প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন জানালেন বানিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৮:২৪ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯ জুলাই থেকে ফের বাড়তে পারে ভারী বৃষ্টিপাতের প্রবণতা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] আষাঢ়ের শেষদিকে দেশজুড়েই থেমে থেমে বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে। শুক্রবার ঢাকায় সর্বোচ্চ ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। তবে শনিবার থেকে আগামী ১৮ জুলাই নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। এরপর ১৯ জুলাই থেকে আবারও বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে।

[৩] শনিবার আবহাওয়া অধিদপ্তরের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি জানান, চলতি জুলাই মাসজুড়ে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে শনিবার থেকে আগামী ১৮ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা কমে আসবে। সেই সঙ্গে এই সময়ে গরমের কারণে অস্বস্তিভাব বিরাজ থাকতে পারে। তবে আগামী ১৯ জুলাই থেকে আবারও একটি নতুন স্কেল শুরু হয়ে ধীরে ধীরে বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে।

[৪] চলতি জুলাই মাসজুড়েই বৃষ্টিপাত থাকবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই মাস বাংলাদেশে সবচেয়ে বৃষ্টিপ্রবণ মাস। এ মাসে গড়ে ৫৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এমনকি জুলাই মাসে গড়ে প্রায় ২৫ থেকে ২৬ দিন বৃষ্টিপাত হয়ে থাকে।

[৫] এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী তিন দিন দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে এই সময়ে দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়