শিরোনাম
◈ তামিম ইকবালের হার না মানা ৮৬ রানের কল্যাণে ফরচুন বরিশালের সহজ জয় ◈ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান  ◈ ১৪ অগ্রাধিকারমূলক যে কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ ◈ জয় বাংলা বলা যদি অপরাধ হয়, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন: আ স ম আবদুর রব ◈ বিডিআর হত্যাকাণ্ড: ভারতের অনুমতি পেলে হাসিনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে কমিশন ◈ অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো ◈ উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’ এ ভর্তি হবেন খালেদা জিয়া ◈ ঢাকার ট্র্যাফিক ব্যবস্থার উন্নয়নে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত ◈ ‘একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’, আজহারীর বক্তব্যের জবাব দিলেন ইশরাক ◈ সৌদি আরবে ব্যাপক ঝড় বৃষ্টি, আকস্মিক বন্যা, রেড অ্যালার্ট জারি (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০২:৫৭ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলে সমাধান আসবে: ওবায়দুল কাদের

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বৈঠকে ওবায়দুল কাদের

এম এম লিংকন: [২] তিনি আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লিখিত সব দাবিনামা প্রধানমন্ত্রীর কাছে উথ্থাপন করবো ।

[৩] আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী সংসদে যে তথ্যটি দিয়েছিলেন ২০২৪ সালে স্কিমটি শুরু হবে এটা ভুল ছিল, সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা হবে ১ জুলাই ২০২৫। এটা তাদের পরিষ্কারভাবে বলেছি।

[৪] কর্মবিরতির বিষয়ে সাংগঠনিকভাবে আলোচনার পর শিক্ষকরা তাদের সিদ্ধান্ত জানাবেন এমন তথ্যও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

[৫] শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন বাতিল ইস্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ১৩ জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা তিনি।

[৬] তিন দফা দাবি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এবং ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া বলেন, আমাদের শিক্ষক সমিতির ফেডারেশনে আলোচনা করে মিডিয়ার সঙ্গে কথা বলবো।  

[৭] কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, সবগুলো বিশ্ববিদ্যালয়ে ফেডারেশনের সঙ্গে কথা বলে, শিক্ষক সমিতির সাথে কথা বলে, সভা করে আমরা সিদ্ধান্ত নেবো।   

[৮] আপনাদের দাবি তো সরকারের কাছে, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় এলেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  তো একজন জাতীয় নেতা। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি আমাদের সঙ্গে বসেছেন বলেও উল্লেখ করেন তিনি। 

[৯] সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদ এম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

এমএমএল/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়