শিরোনাম
◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০১:২২ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ১১টি বুলেটপ্রুফ ভারতীয় গাড়ি আমদানি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি বাড়াতে ভারত থেকে মাইন প্রটেকটেড ১১টি ৪৬ কোটি টাকা মূল্যের গাড়ি আমদানি করা হয়েছে। এ গাড়িগুলো ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে  দিয়ে দেশে প্রবেশ করে মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল ডিফেন্স পারসেজ (ডিজিডিপি) এসব গাড়ি আমদানি করেছে। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের টাটা অ্যানভানসড সিস্টেমস লিমিটেড। চালানে গাড়িগুলোর আমদানি মূল্য হলো ৩৮ লাখ ৫ হাজার ৩৯ ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ কোটি টাকা।

এই প্রথম বেনাপোল বন্দরের মাধ্যমে সম্পূর্ণ বুলেটপ্রুফ সামরিক যান দেশের সামরিক শক্তি বৃদ্ধির বাংলাদেশে আমদানি করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সরঞ্জামের তথ্যানুযায়ী, দেশে আগে মোট ২০৫টি মাইন রেজিস্ট্যান্ট অ্যামবুশ প্রটেকটেড গাড়ি ক্রয় করা হয়েছিল। যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫০, দক্ষিণ আফ্রিকা থেকে ৪৪ ও কানাডা থেকে ৪৪টি মাইন রেজিস্ট্যান্ট অ্যামবুশ প্রটেকটেড গাড়ি কেনা হয়।

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিমের মতে, বর্তমানে আমদানি করা এসব গাড়ি বন্দরের হেফাজতে আছে। বন্দরের সর্বোচ্চ সহযোগিতায় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বুধবার বিকেলের মধ্যে খালাস হবে।

গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স-২০২৪ অনুযায়ী, সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ৩৭তম। সূত্র: দ্য রিপোর্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়