নুরনবী সরকার, লালমনিরহাট: [২] বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহা পরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বাংলাদেশি চোরাচালানকারীরা যখন ভারতে অবৈধ ভাবে প্রবেশ করে ভারতীয় বিএসএফ’কে আক্রমন চালায় তখন বিএসএফ অনেকটা বাধ্য হয়ে গুলি করেন। তারপরও আমরা বরাবরেই ভারতকে বলে আসছি হত্যা কোনো সমাধান নয়। আমরা সীমান্তে হত্যা বন্ধে কাজ করছি। আমরা এসব ঘটনার প্রতিবাদ করে আসছি।
[৩] বৃহস্পতিবার বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গুরপোতায় বিজিবি-বিএসএফ’র বৈঠক ও হাতীবান্ধায় ত্রাণ বিতরণ শেষে গণ্যমাধ্যমে এসব কথা বলেন তিনি।
[৪] সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজিবি’র মহা পরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী মাদক প্রসঙ্গে বলেন, যে জিনিসের চাহিদা থাকে সেটা সেভাবেই হোক সরবরাহ হবে, হাতের কাছে পাওয়া যাবে। সে কারণে আমাদের আগে যুব সমাজকে মাদকের ভয়াবহতা নিয়ে ধারনা দিতে হবে।
[৫] দহগ্রাম-আঙ্গুরপোতা সীমান্ত দিয়ে বিভিন্ন সময় রোহিঙ্গা ভারতে যাচ্ছে এ প্রসঙ্গে তিনি বলেন, ওই সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, সে কারণে এমনটি হচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি অবৈধ অনুপ্রবেশ বন্ধে।
[৬] এসময় উপস্থিত ছিলেন বিজিবি’র সদর দপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান প্রমুখ।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :