বিশ্বজিৎ দত্ত: [২] মাইন প্রতিরোধী এই যানগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আজ হস্তান্তর করেছে টাটা মোটর্স ডিফেন্স সলিউশান।
[৩] ভারতীয় ডিফেন্স রিসার্চ ইউনিটের প্রকাশিত খবরে জানা যায়, এই যানগুলো মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হবে না। এমনকি হালকা গোলাতেও এর ক্ষতির সম্ভাবনা নেই।
[৪] ডেইলিস্টারের প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারত থেকে ৫০০ মিলিয়ন ডলারের একটি সামরিক সহায়তা চুক্তি হয়।
[৫] এই সহায়তা ঋণের মাধ্যমেই বাংলাদেশ ভারত থেকে ১১ ইউনিট মাইন প্রতিরোধক যান ছাড়াও কিছু সামরিক সরঞ্জাম ক্রয় করেছে।
[৬] এই যানগুলোর প্রতিটিতে একজন ড্রাইভার একজন সহায়তাকারী ও ১২ জন সেনা থাকবে।
[৭] যানগুলোর দৈর্ঘ ৬.৫৮ মিটার ও প্রস্ত ২.৬০ মিটার।
বিডি/এনএইচ
আপনার মতামত লিখুন :