শিরোনাম
◈ জনশূন্য পেঙ্গুইনের দ্বীপেও শুল্ক বসালেন ট্রাম্প! ◈ দুই হাতে বোলিং করে উইকেট নিয়ে আইপিএলে রেকর্ড শ্রীলঙ্কান অলরাউন্ডারের ◈ ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে রাশিয়া ◈ থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা ◈ যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধান উপদেষ্টা  ◈ সৌদি আরবের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন ১২ রেমিট্যান্স যোদ্ধা ◈ বছরে এক লাখের বেশি শিশুর মৃত্যু বাংলাদেশে ◈ বিশ্ব শেয়ারবাজারে ধস, ডলারের দরপতন ◈ রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করা ময়মনসিংহের ইয়াসিন মারা গেলেন ◈ এনসিপি প্রয়োজনে জোট করবে: আখতার হোসেন 

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৮:১৯ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি কর্মকর্তা কর্মচারিদের দুর্নীতির অভিযোগ উঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে: গণপূর্তমন্ত্রী 

সাবেত আহমেদ, গোপালগঞ্জ: [২] র, আ, ম, উবায়দুর মোকতাদির চৌধুরী বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। 

[৩] এসময় তিনি আরো বলেন, রাজধানী ঢাকা শহরের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটি বিচার বিশ্লেষণ করে দেখবে। আরো  একটি কমিটি গঠন করা হয়েছে যাতে অগ্নিকাণ্ড রোধ করা যায়।  

[৪] গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন  এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তিনি। 

[৫] এসময় গোপালগঞ্জ গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান  প্রকৌশলী কাজি আবু হানিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী  বাহাদুর আলি, নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আজহারুল ইসলাম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী সাধারণ সম্পাদক মাহাবুবুল বারি চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন  শুভনসহ ব্রাহ্মণবাড়িয়া ও গোপালগঞ্জ জেলা আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়