শিরোনাম

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৯:২২ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মতিউরের তথ্য ও সম্পদের হিসাব জানতে চেয়ে ইসি-পাসপোর্ট এবং ভূমি অফিসে দুদকের চিঠি 

এম এম লিংকন: [২] ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের তথ্য চেয়ে নির্বাচন কমিশন এবং পাসপোর্ট অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

[৩] মতিউর রহমানের স্ত্রী কানিজ লায়লার নামে থাকা নরসিংদীর ওয়ান্ডার ইকো রিসোর্ট ও পিকনিক স্পট আপন ভুবনের তথ্য চেয়ে সংশ্লিষ্ট জেলা  প্রশাসক (ডিসি) ও এসিল্যান্ডকে (ভূমি) চিঠি দিয়েছে দুদক। 

[৪] চিঠিতে তাদের নামে থাকা সম্পদ কেনাবেচা ও নামজারিসহ বিস্তারিত নথি চাওয়া হয়েছে বলে দুদক সূত্রে জানা যায়।

[৫] মঙ্গলবার দুদক থেকে মতিউর রহমান, তার দুই স্ত্রী ও পাঁচ সন্তানের নামে পৃথক পৃথক চিঠি দেওয়া হয়েছে। 

[৬] ৪ জুলাই মতিউর ও তার পরিবারের নামে থাকা চারটি ফ্ল্যাট, একটি বহুতল ভবন ও ১ হাজার ২৭ শতাংশ স্থাবর সম্পত্তি জব্দ করাসহ তার ও পরিবারের সদস্যদের দেশত্যাগেও নিষেধাজ্ঞাও দেয় আদালত।

[৭] অবৈধ সম্পদের প্রমাণ মেলায় তার পরিবারের সম্পদের হিসাব দাখিলের নোটিশও জারি করেছে দুদক।

[৮] ২ জুলাই মতিউর ও তার দুই স্ত্রী ও দুই সন্তানের সম্পদের বিবরণ জমা দিতে নোটিশ দিয়েছিল। ৪ জুন মতিউরের বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হওয়ার পর কমিশনের পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। সম্পাদনা: এম খান
 
এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়