শিরোনাম
◈ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ: এবারও ডাক পায়নি জাপা ◈ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা, বেঁচে গেলেন অল্পের জন্য ◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০৮:১৪ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ৩টিসহ বন্যা কবলিত ১৮ জেলা, ক্ষতিগ্রস্ত প্রায় ২০ লাখ মানুষ: প্রতিমন্ত্রী মহিববুর রহমান 

আনিসুর রহমান তপন: [২] রোববার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। 

[৩] নতুন তিন জেলা বন্যা আক্রান্ত হওয়ায় সারাদেশে মোট বন্যা আক্রান্ত জেলার সংখ্য দাঁড়িয়েছে ১৮টি। এতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ২০ লাখ। [৪] দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, শেরপুর, বান্দরবান, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, লালমনিরহাট, সিরাজগঞ্জ, বগুড়া ও টাঙ্গাইল জেলা বন্যা আক্রান্ত হয়েছে।

[৫] প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি উজান থেকে নেমে আসা পানি এবং ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। 

[৬] তিনি জানান, শনিবার সাপ্তাহিক ছুটিতেও বন্যা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছি। 

[৭] তিনি আরও জানান, এ পর্যন্ত ১৮ জেলায় ২১ হাজার ৭০০ টন চাল, নগদ ৫ কোটি ৪৭ লাখ টাকা, ৬৫ হাজার ৫০০ প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার, গো-খাদ্য বাবদ ৪০ লাখ টাকা এবং শিশু খাদ্যের জন্য ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

[৮] রোববার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় বন্যা ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে কিভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা যায় সে সম্পর্কে আলোচনা হয়েছে। পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে। ত্রাণ কার্যক্রম সচ্ছতার সঙ্গে চালিয়ে যাচ্ছি।

[৯] বন্যা দুর্গত মানুষের চাহিদা ও প্রয়োজন বিবেচনা করে বরাদ্দের পরিমাণ বাড়ানো হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ৬৪ জেলায় যাতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী থাকে, সেজন্য ঘোষিত বরাদ্দের বাইরেও প্রত্যেকটি জেলায় অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে। 

[১০] ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতির প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী এরইমধ্যে সেই ক্ষয়ক্ষতির ওপর ভিত্তি করে সারাদেশে রেমালের ক্ষতিপূরণের জন্য কাজ শুরু করে দিয়েছেন।

[১১] ত্রাণ সংকটের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি জানিয়েছে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, কোন দুর্গম এলাকায় যদি খাদ্য না পৌঁছার কারণে মানুষ কষ্ট করে, তবে ৩৩৩ নম্বরে ফোন করলে প্রশাসন তাকে খাদ্য পৌঁছে দেবে। আমরা যে অর্থ দিয়েছি ডিসি সাহেবরা সেই অর্থ পানি নিষ্কাশনের ব্যয় করতে পারবে। সেই ক্ষমতা মন্ত্রণালয় থেকে তাদের দেয়া হয়েছে। সম্পাদনা: এম খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়