মোস্তাকিম স্বাধীন: [২] ৩০ জুন আনুষ্ঠানিকভাবে শেষ হলো পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ। এই প্রকল্পে ৩২ হাজার ৬০৭ কোটি টাকা থেকে চূড়ান্ত বিলে প্রায় দেড় হাজার কোটি টাকা কম খরচ হয়েছে। এর মধ্যে মূল সেতু নির্মাণে ১৩ হাজার ১৩ কোটি টাকা খরচ হয়েছে। এতে সাশ্রয় হয়েছে প্রায় ৫২ কোটি টাকা। নদী শাসনে বেশি খরচ হয়েছে ১৭১ কোটি ২৭ লাখ টাকা। (জনকণ্ঠ)
[৩] পদ্মা সেতু নিয়ে ২০১১ সালে বিশ্বব্যাংকের সাথে ১২ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর হয়। ২০১২ সালের ২৯ জুন মিথ্যা অপবাদ দিয়ে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করে। ২৫ জুলাই প্রধানমন্ত্রী শেখহাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়ে কাজ চলমান রাখেন ।
[৪] দেশের সবচেয়ে বড় প্রকল্প হিসেবে পদ্মা সেতু নিয়ে মানুষের মধ্যে রয়েছে প্রাণচাঞ্চল্য। দেশে-বিদেশে এই সেতু নিয়ে রয়েছে অনেক আগ্রহ ও উৎসাগ-উদ্দীপনা। (বিবিসি, জনকন্ঠ ও নিউজবাংলা)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আপনার মতামত লিখুন :