এম এম লিংকন: [২] নিজেদের অর্থায়নে সফলভাবে পদ্মা সেতু সম্পূর্ণ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই মন্তব্য করে বলেন, যতদিন এই সেতু আছে ততদিন তার নামও উচ্চারিত হবে স্বগৌরবে।
[৩] তিনি বলেন, শেখ হাসিনা অকুতোভয়ে সংকটেও এগিয়ে যান। অসত্যের কাছে নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।
[৪] শেখ হাসিনা আমাদের আরও গর্বিত করেছেন, জাতিকে দারিদ্র থেকে বের করে এনেছেন, দূর করেছেন অন্ধকার যোগ করেন তিনি।
[৫] শুক্রবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশে এ কথা বলেন তিনি। এই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
[৬] নেত্রী যখন নিজেদের টাকায় পদ্মা সেতু করার ঘোষণা দিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তখন সবার মধ্যেই শোরগোল, কেউ কেউ বলছেন পাগল নাকি! বিশ্ব ব্যাংক ছাড়া পদ্মা সেতু সম্ভব নাকি!
[৭] তখন আমি পাশেই ছিলাম জানিয়ে তিনি বলেন, আমাকে উদ্দেশ্য করেও কতজন কত কথা বলেছেন। আজকে আমরা পদ্মা সেতুর সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছি।
[৮] পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে শেখ হাসিনা পদ্মা সেতু করতে চেয়েছিলাম, সংসদসহ সারা দেশের বহু মানুষ এমন তথ্য তুলে ধরে কাদের বলেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমি কোনভাবেই আমার নাম ব্যবহার করব না।
[৯] শেখ হাসিনার কমিটমেন্টের সোনালী ফসল আজকের এই পদ্মা সেতু উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তার সাহস ও দূরদর্শিতা আমাদের বিশাল সম্পদ। সংকটেও তিনি অকুতোভয়ে এগিয়ে যান যোগ করেন তিনি।
[১০] ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাঙালি জাতির ইতিহাসে আরেকটি অর্জন নিজের টাকায় পদ্মা সেতু। শেখ মুজিবের কন্যা বলেই হয়তো সম্ভব হয়েছে যোগ করেন তিনি। সম্পাদনা: এম খান
আপনার মতামত লিখুন :