শিরোনাম
◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৩:৩২ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইজিপি পদে আরো ১ বছর থাকছেন আবদুল্লাহ আল মামুন

চৌধুরী আবদুল্লাহ আল মামুন

আনিস তপন: [২] পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। শুক্রবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

[৩] প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ জুলাই অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী এক বছর মেয়াদে তাকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

[৪] ২০২৩ সালের ৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনে দেড় বছরের জন্য আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান আবদুল্লাহ আল মামুন। যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ জুলাই।

[৫] এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর ২৯তম আইজিপি হিসেবে দায়িত্ব নেন তিনি। তার আগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) ছিলেন।

[৬] চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

[৭] বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন আবদুল্লাহ আল মামুন।

[৮] ২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। এরপর তিনি পুলিশের অপরাধ বিভাগের (সিআইডি) প্রধান হন।

[৯] বাহিনীতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আবদুল্লাহ আল মামুন দুইবার ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) ও একবার ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম) পান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়