শিরোনাম
◈ ফের সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাট ◈ ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই যুবকের ◈ ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদশে, পিছিয়েছে ভারত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর ◈ এবার মার্কিন পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করল চীন ◈ বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান ◈ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি ◈ ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন ◈ লাশের স্তুপে পরে থাকা কানাই লাল জানালেন সেই নৃশংস গণহত্যার ঘটনা

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৩:৩২ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইজিপি পদে আরো ১ বছর থাকছেন আবদুল্লাহ আল মামুন

চৌধুরী আবদুল্লাহ আল মামুন

আনিস তপন: [২] পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। শুক্রবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

[৩] প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ জুলাই অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী এক বছর মেয়াদে তাকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

[৪] ২০২৩ সালের ৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনে দেড় বছরের জন্য আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান আবদুল্লাহ আল মামুন। যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ জুলাই।

[৫] এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর ২৯তম আইজিপি হিসেবে দায়িত্ব নেন তিনি। তার আগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) ছিলেন।

[৬] চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

[৭] বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন আবদুল্লাহ আল মামুন।

[৮] ২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। এরপর তিনি পুলিশের অপরাধ বিভাগের (সিআইডি) প্রধান হন।

[৯] বাহিনীতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আবদুল্লাহ আল মামুন দুইবার ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) ও একবার ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম) পান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়