শিরোনাম
◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ১২:৩৫ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেট্রোরেলের ভাড়ায় ভ্যাটের সিদ্ধান্ত এক মাস পর, কমিটি গঠন

রিয়াদ হাসান: [২] মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। আগামী এক মাসের মধ্যে ভ্যাট বসানোর সিদ্ধান্তটি চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে প্রধান করা হয়েছে মেট্রোরেলের পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক। কমিটিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষও (ডিটিসিএ) থাকছে। 

[৩] বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে বিষয়টি জানান সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী। এরআগে বেলা আড়াইটার দিকে মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট আরোপ কীভাবে করা হবে তা নিয়ে এনবিআর ও ডিএমটিসিএলের মধ্যে একটি সভা হয়।

[৪] এ বি এম আমিন উল্লাহ নূরী বলেন, আজকের বৈঠকে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা এক মাসের মধ্যে জানাবে, মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট কীভাবে ইনক্লুড করা যায়। আমরা ভ্যাট দিতে চাই। তবে এ ভ্যাট ইনক্লুড করার পরে যাত্রী সাধারণের ওপর যেন চাপ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।  

[৫] শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ট্রেনের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। একইভাবে মেট্রোরেলের ভাড়া থেকেও ভ্যাট আদায় করতে চায় এনবিআর। তবে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভ্যাট অব্যাহতি দিয়ে আসছিল এনবিআর। এই অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে সদ্য বিদায়ী জুন মাসে। চলতি জুলাই থেকে ভ্যাট কার্যকর হওয়ার কথা থাকলেও আজকের আলোচনা সভায় অব্যাহতির মেয়াদ আরও এক মাস বাড়ল। তবে ভ্যাট ইনক্লুড হলে মেট্রোরেলের ভাড়ায় কোনো প্রভাব পড়বে কি না সেটি নিয়েও স্পষ্ট করছে না সংশ্লিষ্টরা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়