শিরোনাম
◈ ফের সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাট ◈ ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই যুবকের ◈ ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদশে, পিছিয়েছে ভারত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর ◈ এবার মার্কিন পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করল চীন ◈ বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান ◈ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি ◈ ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন ◈ লাশের স্তুপে পরে থাকা কানাই লাল জানালেন সেই নৃশংস গণহত্যার ঘটনা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৯:১১ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল হবে: নসরুল হামিদ 

এম এম লিংকন: [২] মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের অ্যাশপন্ডে এই টার্মিনাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।  

[৩] সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়েও আলোচনা চলছে এমন তথ্য জানিয়ে তিনি আরো বলেন,মহেশখালী থেকে গ্যাস সঞ্চালনের জন্য একটি পাইপলাইন প্রয়োজন। জাইকা পাইপলাইন স্থাপনে বিনিয়োগ করতে পারে যোগ করেন তিনি। 

[৪] বৃহস্পতিবার  সচিবালয়ে জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান তিনি।

[৫] বিশাল সমুদ্রের সুনীল অর্থনীতির সুফল আমরা পাচ্ছি না হতাশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, এখানেও জাইকা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে। মানবসম্পদ উন্নয়নে জাইকার আরও অবদান প্রত্যাশা করছে নসরুল হামিদ।

[৬] বাংলাদেশের সঙ্গে জাইকার দীর্ঘদিনের সুসম্পর্ক উল্লেখ করে এ সময় জাইকার ভাইস প্রেসিডেন্ট বলেন, প্রতিবছরেই এ দেশের অবকাঠামো উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ইত্যাদি কাজে জাইকা বিনিয়োগ করছে। 

[৭] মাতাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, সিরাজগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, সৌরবিদ্যুৎ কেন্দ্র, গ্যাস লিকেজ ডিটেকশন ও গ্যাস খাতের ডিজিটাইজেশনে জাইকার অবদান দৃশ্যমান করছে ও করবে যোগ করেন তিনি। 

[৮] বিপিএমআইয়ের সক্ষমতা বৃদ্ধিতে জাইকা কাজ করতে ইচ্ছুক বলেও জানিয়েছেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট। সম্পাদনা: এম খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়