শিরোনাম
◈ টাইম ট্রাভেল: কোনোভাবে কি অতীত কিংবা ভবিষ্যৎ ঘুরে আসা সম্ভব? ◈ অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক চলছে ◈ মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক বরখাস্ত ◈ গৌরনদীতে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষ আহত- ২৫ ◈ ফরিদপুরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও আগুন ◈ জনশূন্য পেঙ্গুইনের দ্বীপেও শুল্ক বসালেন ট্রাম্প! ◈ ভারতীয় নিম্নকক্ষ মুসলিম এন্ডোমেন্ট পরিবর্তনের বিল পাশ করেছে ◈ দুই হাতে বোলিং করে উইকেট নিয়ে আইপিএলে রেকর্ড শ্রীলঙ্কান অলরাউন্ডারের ◈ ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে রাশিয়া ◈ থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০১:১৭ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি আনার অপহরণ মামলায় ৩ আসামির জবানবন্দি প্রত্যাহারের আবেদন

এমপি আনার

এম.এ. লতিফ: [২] বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল হকের আদালতে সংসদ সদস্য আনোয়ারুল আজীম ওরফে আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন।

[৩] আসামিগণের পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর এহেসানুল হক সমাজীসহ কয়েকজন আইনজীবী আসামিগণের উপস্থিতিতে শুনানি করেন। শুনানির পর আদালত আবেদনগুলো নথিভুক্ত রাখার নির্দেশ দেন। একই সঙ্গে আসামিরা রিমান্ডে নির্যাতনের কারণে অসুস্থ মর্মে চিকিৎসার আবেদন করলে আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে চিকিংসার নির্দেশ দেন।

[৪] জবানবন্দী প্রত্যাহারের আবেদনকারী তিন জন হলেন, ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, শিমুল ভুইঁয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইঁয়া ওরফে আমানুল্যাহ সাঈদ ও তানভীর ভুইঁয়া।

[৫] এ মামলায় এখন পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ছয় জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন-শিমুল ভুইঁয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইঁয়া ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভুইঁয়া, শিলিস্তি রহমান, কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ফয়সাল আলী সাহাজী ও মোস্তাফিজুর রহমান। ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু আদালতে জবানবন্দি দেননি। তিনি রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মন্ডলপাড়া লেনের গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজীম।

[৬] এ ঘটনায় গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সম্পাদনা: রাশিদ 

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়