শিরোনাম
◈ সুযোগ পেলেই আমরা ড. ইউনূসকে শূলে চড়াই: সারজিস ◈ (১৫ মার্চ) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ শেখ হাসিনার চাচাতো ভাই সেখ জুয়েল এখন বিধান মল্লিক ◈ টিউলিপ সিদ্দিক জাল স্বাক্ষর করেছিলেন বোনকে ফ্ল্যাট পাইয়ে দিতে: ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ ভারতের সেনাপ্রধান শেখ হাসিনার ফেরা নিয়ে মন্তব্য করেছেন কি? ◈ নওফেল, বিপ্লবকে ১০ কোটি টাকায় পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে! ◈ তিন মাসের শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ ◈ ঘুষকাণ্ডে অভিযুক্ত আদানির কাছে মার্কিন সমন পৌঁছে দেবে ভারত ◈ ট্রুডোর পদত্যাগ, শপথ নিলেন মার্ক কার্নি ◈ সীমান্তবর্তী তিন উপজেলায় অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম!

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ১০:৫৪ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

ইউএনবি নিউজ: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী নিহত কামরুল ইসলাম (৩৩) ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে।

কামরুলের বড় ভাই কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

কামরুজ্জামান জানান, ‘১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিল কামরুল। সেখানে কিছুদিন চাকরি করার পর নিজে দোকান দেয় সে। কিছুদিনের মধ্যে দেশে ফেরার কথা ছিল তার। তার জন্য বিয়ের জন্য পাত্রীও খোঁজা হচ্ছিল। তবে তার আগেই সব শেষ হয়ে গেল।’

তিনি জানান, দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় তার দোকানে ডাকাতি করতে আসে দুই কৃষ্ণাঙ্গ ডাকাত। এ সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। একপর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরও নগদ অর্থ আছে ভেবে তাকে গাড়ির কাছে নিয়ে যায়। সেখানেই তার বুকের বাঁ পাশে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে প্রতক্ষ্যদর্শীরা।

তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় অবস্থিত আমাদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে, তার লাশ দেশে আনার জন্য প্রস্তুতি চলছে। এ বিষয়ে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।’

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা চলছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়