শিরোনাম
◈ এবার মার্কিন পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করল চীন ◈ বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান ◈ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি ◈ ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন ◈ লাশের স্তুপে পরে থাকা কানাই লাল জানালেন সেই নৃশংস গণহত্যার ঘটনা ◈ ৭২ ঘন্টা পর চোখ খুলেছে শিশুটি, এক আসামি গ্রেফতার ◈ থাইল্যান্ডকে ভিসা সহজীকরণসহ যেসব বিষয়ে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ◈ ইউনূস-মোদি বৈঠকে আশার আলো তৈরি হয়েছে: ফখরুল ইসলাম ◈ পাচার হওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে সরকার

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ০৪:৪০ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দরে পাসপোর্ট হারিয়ে যেতে পারেননি আরব আমিরাত, অতঃপর যা ঘটলো

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে আরব আমিরাত প্রবাসী। বাবার মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে গত ১৯ ফেব্রুয়ারি দেশে আসেন তিনি। ২৮ ফেব্রুয়ারি দুবাই ফিরে যাওয়ার কথা ছিল তার। তবে যাওয়া হয়নি তোফাজ্জলের। ফেরার জন্য ব্যাগ গোছাতে গিয়ে দেখেন তার পাসপোর্টটি নেই। দুশ্চিন্তায় পড়ে যান তোফাজ্জল।

দুবাই থেকে ফেরার সময় বিমানবন্দরের কোনো এক জায়গায় পাসপোর্টটি হারিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেন তিনি।

এরপর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা শাখায় যোগাযোগ করেন তোফাজ্জল হোসেন। বিমানবন্দর কর্তৃপক্ষে তার আশঙ্কা আমলে নিয়ে খোঁজ শুরু করে।

আর তাতে শেষ পর্যন্ত আশঙ্কাই সত্য হয়েছে। সিসিটিভি ফুটেজ ঘেঁটে তোফাজ্জল হোসেনের পাসপোর্টটি উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার (১ মার্চ) দুপুরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা শাখার সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খোয়া যাওয়া পাসপোর্টটি তোফাজ্জলের হাতে তুলে দেন।

ঘটনার বিষয়ে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “সম্ভাব্য কয়েকটি পয়েন্টের সব সিসিটিভি ফুটেজ যাচাই করে পাসপোর্টটি পাওয়া গেছে। এ কাজে প্রচুর সময় দিতে হয়েছে। পাসপোর্ট ফিরে পেয়ে তোফাজ্জল হোসেন দারুণ উচ্ছ্বসিত। এখন তিনি দুবাইয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।” উৎস: ঢাকা ট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়