শিরোনাম
◈ বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি ◈ ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন ◈ লাশের স্তুপে পরে থাকা কানাই লাল জানালেন সেই নৃশংস গণহত্যার ঘটনা ◈ ৭২ ঘন্টা পর চোখ খুলেছে শিশুটি, এক আসামি গ্রেফতার ◈ থাইল্যান্ডকে ভিসা সহজীকরণসহ যেসব বিষয়ে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ◈ ইউনূস-মোদি বৈঠকে আশার আলো তৈরি হয়েছে: ফখরুল ইসলাম ◈ পাচার হওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে সরকার ◈ বিমসটেক মহাসচিবকে যে উদ্যোগ নিতে বললেন ড. ইউনূস ◈ উসকানিতে মাঠে নামবে না-ক্ষুব্ধ নেতাকর্মীরা ◈ এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত: সারজিস আলম 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:২৯ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

যেকোন পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখতে হবে : প্রিন্স

মনিরুল ইসলাম: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , যেকোন পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখতে হবে । জনগণের ঐক্যই পরে সকল যড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্রের পথে কাংক্ষিত পরিপূর্ণ বিজয় নিশ্চিত করতে ।

আজ  মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১ টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রীয়ার  চেরোকি  এভিনিউয়ে ডাটা গ্রুপ মিলনায়তনে ওয়াশিংটন ডিসি  বিএনপি আয়োজিত সম্বর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বলে বিএনপির প্রেস উইং থেকে আজ বিকালে জানানে হয়।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন , গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকবে , কিন্তু গণতন্ত্র ও দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে । সবার আগে ,সবকিছুর উর্দ্ধে বাংলাদেশকে রাখতে হবে । তিনি বলেন , নির্বাচন ছাড়া গণতন্ত্র ফিরে আসবেনা । নির্বাচিত সরকার ছাড়া জনসমস্যা নরসন হবে না । তিনি বলেন , দুঃখজনক হলেও সত্য যে , বাংলাদেশে হাসিনা পতনের পর দ্রুত সংস্কার ও নির্বাচন যখন কাংক্ষিত ছিলো, তখন সরকারের একাংশ ও ছাত্র গণঅভুত্থানের একটি শক্তি নানা অজুহাতে বিভিন্ন সময় বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করে নির্বাচন ও সংস্কারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্বাচন প্রলম্বিত করার প্রচেষ্টা চালাচ্ছে । এর মাধ্যমে হাজার হাজার ছাত্র তরুণের রক্তের ওপর প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য যেমন বিঘ্নিত হচ্ছে , তেমনি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রততিষ্টার জন আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না । 

বিএনপির বিরুদ্ধে অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করছে “ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্য উদ্ধৃত করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন , সেই অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে । বিএনপির অগ্রযাত্রা রোধ করতে তারা নানা চেষ্টা করছে, অপ প্রচার চালাচ্ছে । 

অন্যদিকে জনগণ হতাশ হয়ে পড়ছে , পতিত ফ্যাসিস্ট দল ও আধিপত্যবাদী শক্তি সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি , সংঘাত , সংঘর্ষ, অন্তর্ঘাত সৃষ্টি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করতে তৎপর । তিনি দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান ।

তিনি প্রবাসী নেতাকর্মীদের প্রতি দেশের পরিস্থিতির ওপর নজর রাখার আহবান জানিয়ে বলেন পরিপূর্ণ গণতন্ত্র ফিরে না পাওয়া পর্যন্ত সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতি ও প্রশাসনে সম্পৃক্ত থেকে দেশ ও জগনের স্বার্থে কাজ করতে হবে । ফ্যসিবাদ বিরোধী আন্দোলনে ওয়াশিংটন বিএনপির নেতাকর্মীদের অবদানের কথা উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন , তাদের এই অবদানের কথা দল স্মরণ রাখবে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়