শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৩ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দূর্ঘটনার ২০ দিন পর সৌদির একটি হাসপাতালে মারা গেলেন বাংলাদেশী যুবক 

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : দুই মাসে পারি জমান সৌদি আরবে। ২০ দিন আগে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি ছিলেন বাংলাদেশী যুবক নুরআলম খান (৩৬)।  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুরআলম ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের উমর খানের ছেলে। 
 
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে নিহতের পরিবার বিষয়টি জানিয়েছেন। নিহত নুরআলম এক ছেলে ও এক মেয়ের জনক। এছাড়াও তার স্ত্রী ৬মাসের অন্তঃসত্বা। 
 
জানা যায়, ধার-দেনা করে নুর আলম খান গত দুই মাস আগে বৈধভাবে সৌদি আরবে যান। ২০ জানুয়ারী সৌদি আরবের রিয়াদে তিনি সড়ক দূর্ঘটনার স্বীকার হন। পরে তাকে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। জীবন বাঁচাতে এসময় তার দুটি পা কেটে ফেলে চিকিৎসকরা। ২০দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (১১জানুয়ারী) তিনি মারা যান। 
 
নিহতের আত্মীয় যুবদল নেতা মাহফুজ খান বলেন, ধার দেনা করে বিদেশ গেছিলো আমার ভাইরা-ভাই নুরআলম খান। পৈতৃক ভিটা বাদে তার কোন জমি নাই। তার মৃত্যুতে স্ত্রী সন্তানের ভবিষ্যৎ খুবই মর্মান্তিক হলো। কে দেখবে এই সংসার। তিনি বলেন, লাশ দেশে আনার জন্য চেষ্টা চলছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়