শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০১:৪১ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একভাই থাকেন নিউইয়র্কে, আরেকজন ঢাকায় : অবৈধ লাইভ স্ট্রিমে ৭০ লাখ ডলার হাতিয়ে নিয়েছেন

ফরচুন ম্যাগাজিন : একভাই থাকেন নিউইয়র্কে, আরেকজন ঢাকায়। বাংলাদেশি দুই ভাই মিলে অবৈধভাবে এনবিএল, এনবিএ ও এনএইচএ গেমস লাইভ স্ট্রিম করতেন। এর জন্য সর্বনিম্ন ১০ ডলার ফি নিতেন তাঁরা। এভাবে ৭০ লাখ ডলারের বেশি হাতিয়ে নিয়েছেন তাঁরা। শুরু তাই নয়, অবৈধভাবে লাইভ স্ট্রিম করে সংক্ষুব্ধ বিভিন্ন পক্ষের মোট ১০ কোটি ডলারের বেশি ক্ষতি করেছেন। তাঁদের মার্কিন জুরি অভিযুক্ত করেছে বলে বিচার বিভাগের বরাত দিয়ে ফরচুন ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে।

এদের মধ্যে নূর নবী চৌধুরী (৫৬) নিউ ইয়র্কের চিকটোওগাতে থাকেন। গতকাল মঙ্গলবার সকালে নূর নবী চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তাঁর ভাই মোহাম্মদ রহমান (৩৬) ঢাকায় থাকেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ‘২৪৭/টিভি স্ট্রিম’ নামে অবৈধ লাইভ স্ট্রিম চালাতেন। এর জন্য মাসিক ফি নিতেন। এর মধ্যে কপিরাইট ছাড়া লাইভ স্পোর্টস প্রোগ্রামিং ও বিভিন্ন টেলিভিশন শো প্রচার করত।

আদালতের নথি অনুযায়ী, নূর নবী চৌধুরী ও তাঁর ভাই মোহাম্মদ রহমান কয়েক বছর ধরে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁরা ‘২৪৭/টিভি স্ট্রিমের’ মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ৭০ লাখ ডলারের বেশি সাবস্ক্রিপশন ফি নিয়েছেন। অনুমান করা হচ্ছে, তাঁদের এই কর্মকাণ্ডের কারণে বৈধ কপিরাইটধারী মালিকদের ক্ষতির পরিমাণ ১০ কোটি ডলারের বেশি। আর এই কর্মকাণ্ডের জন্য তাঁরা নিজেদের পরিচয় গোপন করে অন্য একজনের পরিচয় ব্যবহার করেন।

আদালতে শুনানির সময় ফৌজদারি বিচার বিভাগের প্রধান নিকোল এম. আরজেন্টিয়ারি বলেন, ‘অভিযুক্ত দুই ভাই অনুমোদন ছাড়াই অন্যের কপিরাইট লাইভ স্পোর্টস প্রোগ্রাম ও বিভিন্ন টেলিভিশন শো প্রচার করেছে। এভাবে তাঁরা বৈধ ব্যক্তিদের অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে।’

ইস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি ব্রিয়ন পিস বলেন, ‘আমাদের অফিস ও বিচার বিভাগ ডিজিটাল পাইরেসির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।’

হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইএসআই) নিউ ইয়র্ক ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ উইলিয়াম এস. ওয়াকার বলেন, ‘অভিযোগ অনুযায়ী, নূর নবী চৌধুরী ও তাঁর ভাই মোহাম্মদ রহমান নিজেদের পরিচয় গোপন করে অন্য একজনের পরিচয় ব্যবহার করে একটি অবৈধ স্ট্রিমিং সাইট পরিচালনা করছিলেন, যা বৈধ কপিরাইট মালিকদের ১০ কোটি টাকার বেশি ক্ষতি করেছে।’

‘২৪৭/টিভি স্ট্রিম’ পরিচালনার জন্য ব্যবহৃত ডোমেইন নামগুলো সরকার জব্দ করেছে। এছাড়া যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসেও তাঁদের সার্ভার জব্দ করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে নূর নবী চৌধুরী ও তাঁর ভাই মোহাম্মদ রহমানের সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অনুবাদ আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়