শিরোনাম
◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত ◈ লন্ডন-যুক্তরাষ্ট্রে ৩০০ কোটি টাকা পাচার : হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ◈ উপসচিব পুলে কোটা: প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ০৫:০৮ বিকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩১ বছর ধরে ছেলের অপেক্ষায় শতবর্ষী মা

বরুন কুমার বাড়ৈ, আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার সান্টু মিয়া থাকতেন মালয়েশিয়ায়। সেখানে প্রবাসী মেয়েকে বিয়ে করে সান্টু মিয়ার দাম্পত্য জীবনে স্ত্রী-সন্তানসহ সুখের জীবন কাটাচ্ছিলেন। তবে সব হারিয়ে এখন সে মালয়েশিয়ার শহরে অর্ধ উন্মাদের মত ঘুরে বেড়াচ্ছেন। মানুষের কাছে হাত পেতে যা পায় তা দিয়ে খেয়ে না খেয়ে খোলা আকাশের নীচে রাত্রি যাপন করছেন ভবঘুরে হিসেবে। দীর্ঘদিনেও তার কোন খোজপায়নি বাংলাদেশে থাকা তার পরিবারের লোকজন। 

মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে বুকিবিন্তান এলাকায় সান্টু মিয়াকে অর্ধ উম্মাদ অবস্থায় ঘোরাঘুরি করতে দেখতে পেয়ে বাংলাদেশের আগৈলঝাড়ার শাহিন ফকির ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিলে তোলপাড় শুরু হয় দেশে থাকার তার পরিবারের লোকজনের মাঝে। এ ভিডিও দেখে গ্রামের বাড়িতে শতবর্ষী মা মেরেজান বেগম মৃত্যুর আগে ছেলেকে এক নজর দেখার জন্য সৃষ্টিকর্তার কাছে দু-হাত তুলে চোখের জল ফেলছেন। 

প্রবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে  উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের আবুল হোসেন মিয়ার ছেলে সান্টু মিয়া সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ১৯৯৩ সালে একটি কোম্পানীতে ভিসা নিয়ে মালয়েশিয়া যান। কোম্পানীতে কাজ করে গ্রামের বাড়িতে অর্থ প্রেরনসহ নিয়মিত যোগাযোগ রাখলেও কিছুদিন পর মালয়েশিয়ার নাগরিক মেয়েকে বিয়ে করে সুখে সংসার করছিলেন। দাম্পত্য জীবনে তাদের একটি পূত্র সন্তান জম্ম নেয়। 

এর কিছুদিন পরে স্ত্রীর ভাইয়েরা সান্টু মিয়াকে নেশা করার অভিযোগে বেদম মারধর করে বাসা থেকে বের করে দেয়। আবুল হোসেন মিয়ার পাচঁ ছেলে ও তিন মেয়ের মধ্যে সান্টু তৃতীয় সন্তান। পিতা আবুল হোসেন মিয়া(৬৫) ও ছোট বোন ববিতা আক্তার(১৪)২০০৩ সালে ঢাকা-বরিশাল লঞ্চ ডুবিতে মৃত্যু হয়েছিল। অন্য অন্য ভাইয়েরা পিতার মৃত্যুর পরে বাগধা গ্রাম থেকে খাজুরিয়া গ্রামে বর্তমানে বসবাস করছে। সান্টু মিয়া প্রথম যে কোম্পানীর ভিসা নিয়ে মালয়েশিয়া গিয়েছিলেন ওই কোস্পানীর কাছে তার পার্সপোর্ট জমা থাকায় কারনে কোন স্থানে নতুন করে কাজে যোগদান করতে পারেনি। এরপরেই সান্টু মিয়ার শুরু হয় ভবঘুরে জীবন যাপন। একারনে একাধিবার মালয়েশিয়া অবস্থান কালে গ্রেফতার হয়ে জেলে গিয়েছিলেন। 

দীর্ঘদিন মালয়েশিয়া থাকার কারনে অন্য কয়েকটি দেশের ভাষাও জানতেন তিনি। তখন ওই দেশে তার নামে রোহিঙ্গাদের জন্য করা ইউএন কার্ড করেছিলেন। এ কারনে একবার দেশে আসার জন্য বিমান বন্দরে ইমিগ্রেশন পার হওয়ার সময় ইউএন কার্ডে তার নাম থাকার সে দেশে আসতে পারেনি। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে বুকিবিন্তান এলাকায় সান্টু মিয়াকে অর্ধ উম্মাত অবস্থায় ঘোরাঘুরি করতে দেখতে পেয়ে বাংলাদেশের শাহিন ফকির মঙ্গলবার ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিলে তোলপাড় শুরু হয় দেশে থাকার তার পরিবারের লোকজনের মাঝে। 

সান্টু মিয়ার বড় ভাই সেলিম মিয়া মালয়েশিয়ার জোহরবারু এলাকায় থাকা তার নিকট আত্মীয় কাইয়ুম মিয়া ও শামীম মিয়া বুকিবিন্তান, পাশর্^বর্তী পোটারায়া, মাইডিং
মার্কেট, চায়না টাউনসহ বিভিন্ন এলাকায় সান্টু মিয়াকে বুধবার ও বৃহস্পতিবার সারাদিন খুজেও পাননি। সরেজমিন সান্টু মিয়ার গ্রামের বাড়ি আগৈলঝাড়া উপজেলার
খাজুরিয়া গ্রামে গেলে তার শতবর্ষী মা মেরেজান বেগম মৃত্যুর আগে শেষ বার ছেলেকে এক নজর দেখার জন্য সৃষ্টিকর্তার কাছে দু-হাত তুলে চোখের জল ফেলছেন। ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জোর দাবী জানায়।

সান্টু মিয়ার বড় ভাই সেলিম মিয়া বলেন, আমার ছোট ভাই সান্টু মিয়া ৩১ বছর পূর্বে মালয়েশিয়া যায়। পার্সপোর্ট না থাকা ও রেহিঙ্গা ইউএন কার্ড থাকার কারনে আমার ছোট ভাই সান্টু মিয়া দেশে আসতে পারছে না। আগৈলঝাড়া ইউএনও’র প্রত্যায়নপত্র, ইউপি চেয়ারম্যানের পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পার্সপোর্টের ফটো কপি দিয়ে সান্টু মিয়াকে খোজার জন্য আমবৌলা গ্রামের সজীব মৃধা ও সাতলা গ্রামের নুরুল ইসলাম, রফিকুল ইসলামকে ইকোপেরেক ও শিলিংগর এলাকায় পাঠানো হয়েছিল।

এ ব্যাপারে বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি সাংবাদিকদের বলেন, সান্টুকে মালয়েশিয়া থেকে ফিরিয়ে আনার জন্য তার পরিবার আমার সহযোগীতা চাইলে সকল ধরনের সহযোগীতা করা হবে।

মালয়েশিয়া থাকা শাহিন ফকির ফোনে বলেন, মঙ্গলবার বিকেলে মালয়েশিরার বুকিবিন্তান এলাকায় সান্টু মিয়াকে অর্ধ উম্মাদ অবস্থায় ঘোরাঘুরি করতে দেখতে পেয়ে তার পরিচয় পেয়ে তার ভিডিও ধারন করে বাংলাদেশের এক গনমাধ্যম কর্মীকে পাঠাই। স্যোশাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হলে সান্টুর পরিবার থেকে তাকে খোঁজার জন্য সান্টুর নিকট আত্বীয় কাইয়ুম মিয়া ও শামীম মিয়া আমার কাছে আসলে তিনজন মিলে দুইদিন খুজে এখনও সান্টুকে পাওয়া যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়