শিরোনাম
◈ শাজাহান খান বললেন, বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি, ‘দিন আমাদেরও আসবে’ মেননকে বললেন ইনু ◈ শিগগিরই ইউরোপে মুক্ত ভ্রমণের দ্বার খুলছে সৌদি নাগরিকদের জন্য ◈ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস ◈ মুক্তির পরও আয়নাঘরে বন্দীরা এখনো আতঙ্কে ! ◈ বাংলাদেশে নববর্ষের নাম পরিবর্তন যেভাবে বিতর্কের জন্ম দিয়েছে ◈ ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে আনফ্রেল, স্বল্পতম সময়ে একটা জাতীয় সনদ তৈরি করা যাবে ◈ ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায় করা সেই যুবক রিমান্ডে ◈ পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর যৌথবাহিনীর ফাঁকা গুলি, আহত ১২ ◈ বাংলাদেশ ব্যাংক ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তথ্য দিতে নির্দেশ দিয়েছে ◈ ডিসেম্বর ঘিরে নির্বাচনের প্রস্তুতি, রোডম্যাপ প্রকাশ জুন-জুলাইয়ে: ইসি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ০৯:১৩ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি প্রসঙ্গে যা বললেন জামায়াতের আমির

রাজধানীতে ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে তিনি কিছু নির্দেশনা দিয়েছেন। 

সবাইকে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ উপায়ে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শুক্রবার (১১ এপ্রিল) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্ট দেন। 

ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন,  ফিলিস্তিন আমাদের হৃদয়ের স্পন্দন।
এটি আমাদের আবেগ, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যের অংশ। এখানেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ (ﷺ)-এর মেরাজের যাত্রা শুরু হয়েছিল। ফিলিস্তিনের প্রতিটি ধূলিকণায় মুসলিম উম্মাহর ভালোবাসা ও স্মৃতি লুকিয়ে আছে।

তিনি বলেন, আজ সেই পবিত্র ভূমির নিরীহ মানুষগুলোর ওপর ইসরায়েলি বর্বরতা সব সীমা অতিক্রম করেছে। শিশুর কান্না, মায়ের বুকফাটা আর্তনাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা স্বপ্ন-এই দৃশ্যগুলো আমাদের চোখে অশ্রু এনে দেয়। কিন্তু আমরা এই দূর প্রান্ত থেকে যেন কিছুই করতে পারছি না, শুধুই মহান রবের কাছে প্রার্থনা করা ছাড়া। হে আল্লাহ, আমাদের ভাইবোনদের এই কঠিন পরীক্ষা সহজ করে দিন। জুলুমের পরিণতি দ্রুত এনে দিন।

এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে তিনি বলেন, এই অবর্ণনীয় জুলুমের প্রতিবাদে আগামীকাল বাংলাদেশের সর্বস্তরের মানুষ ধর্ম-বর্ণ-গোত্র ভুলে, এক হৃদয়ে, এক কণ্ঠে অংশ নিচ্ছেন 'মার্চ ফর গাজা' কর্মসূচিতে। আমি, আমীরে জামায়াত হিসেবে, এই মহৎ উদ্যোগে আমার পূর্ণ সমর্থন ও ভালোবাসা জানাচ্ছি।

তিনি সতর্ক করে বলেন, আসুন, সবাই সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ উপায়ে এই ঐতিহাসিক প্রতিবাদে অংশ নিই। পাশাপাশি, কেউ যেন অপচেষ্টা করে এই মহতী উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে ব্যাপারে সচেষ্ট থাকি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়