শিরোনাম
◈ কিশোরগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ১০ ◈ বিশ্ববাজারে একদিনের ব্যবধানে সোনার দামের নতুন রেকর্ড ◈ লাখাইয়ে সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০ ◈ ঈদ মেলায় ফুচকা খেয়ে হাসপাতালে ভর্তি ৯০! ◈ মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭১৯, জরুরি ওষুধ ও বিশুদ্ধ পানির ঘাটতি ◈ ধামরাইয়ে নিরাপত্তারক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ১৫ লাখ টাকা লুট। ◈ আওয়ামী লীগকে এ দেশে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেবো না: তথ্য উপদেষ্টা ◈ ঈদের দ্বিতীয় দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়, ব্যবসায়ীদের মুখে হাসি ◈ সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত: মির্জা ফখরুল ◈ লক্ষ্মীপুরে চুরির অপবাদে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৫, ০১:০২ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেটদুনিয়ায় ভাইরাল ঘিবলি স্টাইল আসলে কী? যেভাবে বানাবেন

হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ ধরনের এক এআই ছবি। সাধারণ মানুষ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এমনকি তারকরাও এই ভাইরাল ঘিবলি স্টাইল ইমেজ তৈরিতে মেতেছেন।

মার্কিন প্রযুক্তি সংস্থা ওপেনএআইয়ে কৃত্রিম মেধাভিত্তিক ছবি আঁকার টুল স্টুডিও ঘিবলি বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে।

এমন ট্রেন্ডিংয়ে ভাবছেন আপনিও পারবেন নিজের ঘিবলি ছবি বানাতে?

এই ঘিবলি স্টাইল আসলে কী?

স্টুডিও ঘিবলি ইনকর্পোরেশন হলো- জাপানের টোকিওর একটি অ্যানিমেশন স্টুডিও। অ্যানিমেশন দুনিয়ায় যার বিপুল খ্যাতি। এই সংস্থার ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ও ‘দ্য বয় অ্যান্ড দ্য হিরো’-র মতো অ্যানিমি চরিত্রগুলি মানুষের মনে জায়গা করে নিয়েছে।

মার্কিন প্রযুক্তি সংস্থা ওপেনএআইয়ে কৃত্রিম মেধাভিত্তিক ছবি আঁকার টুল স্টুডিও ঘিবলি ব্যবহার করা যাচ্ছে।

এই ওপেনএআইয়ে ইমেজ জেনারেশন টেকনোলজির লেটেস্ট ভার্সন ব্যবহার করে ছবি তৈরি হচ্ছে। এটি একটি অ্যানিমেটেড স্থির চিত্র। চ্যাটবট এআই এমন এক ফিচার লঞ্চ করেছে যা বিভিন্ন ধরনের ছবি থেকে ঘিবলি ছবি তৈরি করে দিচ্ছে। ব্যবহারকারীরা নিজেদের পছন্দের মতো ছবি ব্যবহার করে ঘিবলি ছবি তৈরি করতে পারেন।

যেভাবে বানাবেন ভাইরাল ঘিবলি স্টাইলে ছবি

- প্রথমে জিপিটির ফোরও টুল খুলতে হবে
- ওপেনএআই-এ chatgpt Premium version-এ এই সুবিধা দেওয়া হয়েছে
- যে ছবিটি ঘিবলি করবেন, সেটিকে টুলে আপলোড করতে হবে
- তারপর লিখুন ঘিবলি অ্যানিমেশন স্টাইল
- এরপর সেকেন্ড এআইয়ের মাধ্যমে দুর্দান্ত ইমেজ তৈরি করা যাবে
- এরপর সেভ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন।

এছাড়া গুগ্‌ল জেমিনি, এক্সএআইয়ের তৈরি চ্যাটবট গ্রক, লিয়োনার্ডো এআই এবং প্লেগ্রাউন্ড এআই থেকে ঘিবলি স্টুডিও ব্যবহার করা যাচ্ছে।

তবে বিনামূল্যে ঘিবলি ছবি বানানোর এই সুযোগ বেশিদিন নাও থাকতে পারে। কারণ একসঙ্গে লাখ রাখ গ্রাহক স্টুডিও ঘিবলি নিয়ে ঘাঁটাঘাঁটি করায় সমস্যা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান। ফলে আগামী দিনে কৃত্রিম মেধাভিত্তিক ঘিবলি স্টুডিও প্রযুক্তিটি পেতে পয়সা খরচ করতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্যাম অল্টম্যান।

স্যাম অল্টম্যান জানিয়েছেন, স্টুডিও ঘিবলির অত্যাধিক ব্যবহারের ফলে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ গলতে শুরু করেছে। আর তাই এর পরিমিত ব্যবহারের পরামর্শ দিয়েছে নির্মাণকারী মার্কিন সংস্থা ওপেনএআই।

ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতা বলেছেন, ‘মূলত, চ্যাটজিপিটি ৪ও প্রিমিয়াম ব্যবহারকারীরা স্টুডিয়ো ঘিবলির স্বাদ নিচ্ছেন। তবে তাদের সামনে কৃত্রিম মেধাভিত্তিক বেশ কিছু বিকল্প ছবি আঁকার প্রযুক্তি রয়েছে। সেগুলো বিনামূল্যে ব্যবহার করতে পারবেন তারা। চ্যাটজিপিটিতে স্টুডিও ঘিবলিতে কাজ চালিয়ে যেতে হলে, ভবিষ্যতে পকেট থেকে খরচ করতে হবে। কারণ এটা আর বিনামূল্যে দেওয়া সম্ভব হচ্ছে না।’

তবে পাঁচটি এআই চ্যাটবটে বিনামূল্যে স্টুডিও ঘিবলি ব্যবহার করা যাবে বলে জানা গেছে। সেই তালিকায় একেবারে প্রথমেই থাকছে গুগ্‌ল জেমিনি। মোবাইল ফোন এবং ওয়েব – দু’জায়গাতেই বিনামূল্যে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

এছাড়া বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কের সংস্থা এক্সএআইয়ের তৈরি চ্যাটবট গ্রকেও দিব্যি কাজ করবে স্টুডিও ঘিবলি। তবে সেখানে এর সাহায্যে অফুরন্ত ছবি তৈরি করা যাবে না। তার একটি সীমা নির্দিষ্ট করা রয়েছে।

এর পাশাপাশি লিয়োনার্ডো এআই এবং প্লেগ্রাউন্ড এআইয়ের মতো কৃত্রিম মেধার প্ল্যাটফর্মগুলোতে স্টুডিও ঘিবলি বিনামূল্যে কাজ করবে বলে জানা গেছে। তবে এই চ্যাটবটগুলোতে ওপেনআইয়ের টুলটির তৈরি ছবি সমান জনপ্রিয় হবে কি-না, তা নিয়ে ইতোমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়