ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলের হামলার ঘটনায় লিখতে বসে কেঁদেছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য।
বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পিনাকী বলেন, ‘আমি আজকের এপিসোড লিখতে লিখতে কেঁদেছি। রেকর্ড করতে করতে কেঁদেছি। আমি ফিলিস্তিনের অবস্থা নিয়ে বাংলাদেশের নিষ্পৃহতা দেখে বিহ্বল হয়েছি।
বাংলাদেশের রাজপথে তো কোটি কোটি জনতার নেমে আসা উচিত ছিল আজ।’
তিনি বলেন, ‘জেনে রাখুন, একদিন ঠিক ফিলিস্তিন মুক্ত হবে। জলেম কখনো বিজয়ী হয় না। একদিন সুর্যের স্বপ্নের শান্তির ভোর আসবে।
একদিন পৃথিবীর মাটি-আকাশ-বাতাস মধুময় হবে। সেই দিনের অনাগত প্রজন্ম আমাদের অক্ষমতাকে; আমাদের কাপুরুষতাকে; আমাদের স্বার্থপরতাকে ক্ষমা করো। হে মহান সৃষ্টিকর্তা তুমি আমাদের ক্ষমা করো; তুমি বৃথাই আমাদের শক্তি দিয়েছিলে। এই দীনতা এই অক্ষমতার দায় আমরা নিলাম।
’
পিনাকী বলেন, ‘ফ্রি ফ্রি ফ্রি প্যালেস্টাইন, নো মোর মার্ডার; নো মোর লাইজ। ইনকিলাব জিন্দাবাদ।’