শিরোনাম
◈ ঢাবিতে ধর্ষণ-নিপীড়নের বিচারসহ ৩ দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল ◈ যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ◈ সেই শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস ◈ ২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ, প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনো টাকা দেয়নি, হয়েছে ব্যাপক অনিয়ম: প্রেস সচিব ◈ হঠাৎ বাংলাদেশের ‘ফোর্স’ নামের এক সিনেমায় পাকিস্তানি মডেল! ◈ সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় শিশুটির মরদেহ, জানাজা সম্পন্ন ◈ তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৫ হাজার! ◈ ছাড়া পেল ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে গ্রেপ্তার হওয়া সেই তরুণ

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০২:৫৮ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় নির্যাতিত শিশুটি মারা গেছে, নেটদুনিয়ায় ক্ষোভ!

মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। ১৩ মার্চ দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। নেটিজেনরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাইফুল ইসলাম সাইফ লিখেছেন, ‘আল্লাহ বাচ্চাটাকে জান্নাতবাসী করুক। সাথে সাথে অন্যায়ের সঠিক বিচার করা হোক। শুনলেও কটু মনে হয়। তারপরও আপন বোন জামাই ও তার মুরুব্বি তালই একসাথে বিকৃত যৌনাচার করতে পারাটা সন্দিহান আমি। দিনশেষে মেয়েটিই ভিক্টিম। সঠিক তদন্ত আশা করি। কারণ ভিক্টিম মেয়েটির বোনকে সন্দেহের মনে হয়েছে। সঠিক তদন্ত ও বিচার একান্ত কাম্য।’

বায়জিদ হোসেন সাদ লিখেছেন, ‘মেয়েটি আর নেই! দেশের আরও একটি কলঙ্কিত অধ্যায়।’

তাহমিনা শিল্পী লিখেছেন, ‘মারা গেলো, মেয়েটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিংস্র হায়েনা তোমাকে বাঁচতে দিলো না। তোমাকে নিয়ে কেউ কেউ নোংরা রাজনৈতিক খেলা খেললো। পৃথিবীর নরক রূপটা তুমি দেখে গেলে। তোমার যন্ত্রণা অভিশাপে রূপ নিক, ওদের পুড়িয়ে দিক। সুপ্রিয় আইনপ্রয়োগকারী, আর কবে বিচার করবেন আপনারা?’

সাদিক খান লিখেছেন, ‘অন্তত ধর্ষিতা হবার ভয় সাথে নিয়ে মেয়েটাকে আর বাঁচতে হলো না বাংলাদেশে। মরেও বেঁচে গেলো মেয়েটি।’

মো. আবু সালেহ মুসা লিখেছেন, ‘সবশেষে জীবনের কাছে হার মানতে হলো শিশুটিকে। যারা অনলাইনে বহুবার শিশুটিকে মেরে ফেলেছিলেন, তারা খুশি তো?’

শব্দনীল লিখেছেন, ‘মাগুরার সেই মেয়েটি আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ ধর্ষণবিরোধী আন্দোলনকে বানচাল করা হলো। কারা করলো? কেন করলো? কাদের স্বার্থে করলো? এরা কারা?’

আলমগীর মাসুদ লিখেছেন, ‘অতঃপর জীবনের সঙ্গে এক সপ্তাহ লড়াই করে শিশুটি মারা গেলো কিছুক্ষণ আগে! ধর্ষকের জয় হলো। ৮ বছর বয়সী এই মেয়ের জন্য একদিন উপোস ছিলাম। দুইদিন ছিলাম আহত। এখন তার মৃত্যু সংবাদে চোখ আমার টলমল করছে। মনে হচ্ছে—আমার বাচ্চাটা চিরনিদ্রায় গেছে।’ উৎস: 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়