জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই ।
শনিবার (০১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ কথা বলেন তিনি।
পোস্টে তিনি লিখেন, রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাব।
আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করব না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।
যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং 'যদি', ‘কিন্তু’, 'অথবা' ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব।
উল্লেখ্য, শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার। আত্মপ্রকাশ স্থলে ছাত্রদের নতুন এই দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনায় আসে দলটির যুগ্ম সদস্যসচিব মুনতাসির রহমানের নাম। জুলাই অভ্যুত্থানকালে অন্যতম যোগাযোগ রক্ষাকারী মুনতাসির। সমন্বয়কদের যখন কুয়েত মৈত্রী হাসপাতালে আটকে রাখা হয়; তখন সমন্বয়কদের ছাড়াতে তিনি সাহায্য করেন। এভাবে সে আন্দোলনে যুক্ত হয়ে পড়েন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের আগে কিছু ছবি ভেসে বেড়াচ্ছে। যেখানে দেখা যায় মুনতাসীর রহমান LGBTQ বা গে কমিউনিটির সঙ্গে জড়িত।